ছেড়ে যাওয়ার দুই ঘণ্টা পর ফ্লাইটের ক্যাপ্টেন দেখতে পেয়েছিলেন উড়োজাহাজের ককপিটের কাচে (উইন্ডশিল্ড) ফাটল ধরেছে। ফলে তাৎক্ষণিক গতিপথ পাল্টে আবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে আসা হয় উড়োজাহাজটিকে। ২৮৫ যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি সৌদি আরবে যাচ্ছিল।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার আজ রবিবার গণমাধ্যমকে বিষয় নিশ্চিত করে জানান, গতকাল শনিবার বিকালে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি দাম্মাম যাচ্ছিল। ফ্লাইটের ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা। যাত্রা শুরুর দুই ঘণ্টা পর ককপিটের কাচে ফাটল দেখতে পান তিনি। পরে সেটিকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি আরো জানান, যাত্রীদের ফিরিয়ে এনে রাতে হোটেলে রাখা হয়েছিল। আজ রবিবার বেলা ১১টার ফ্লাইটে তাদের আবার গন্তব্যে পাঠানো হয়েছে।
বিমানের কর্মকর্তারা জানান, ফ্লাইটে ২৮৫ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন। ক্যাপ্টেন ককপিটের কাচে ফাটল দেখতে পেয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে ভারতের আকাশসীমা থেকে আবার ঢাকায় ফিরে আসেন।
২০২২ সালের ফেব্রুয়ারিতেও ঘটেছিল একই ঘটনা। সেবার বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের ককপিটের কাচ ফেটে গেলে মালয়েশিয়ায় জরুরি অবতরণ করা হয়েছিল।
আরো পড়ুন : ব্যারিস্টার সুমনের উপস্থিতি নিয়ে আ.লীগের সভায় হট্টগোল