বরিশালে তালিকায় এক ডজন প্রার্থীর নাম, ছুটছেন দলীয় অফিস থেকে গণভবনে
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত সংসদ সদস্যের সম্ভাব্য তালিকায় বরিশালে এক ডজন নেত্রীর নাম আলোচিত হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের শপথ সম্পন্ন হওয়ার পর থেকে সংরক্ষিত সংসদ সদস্য নিয়ে জোরদার আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে শীর্ষ আওয়ামী লীগ নেতার স্বজন, স্থানীয় সরকার জনপ্রতিনিধি, কেউ জনপ্রতিনিধির স্ত্রী এবং সাবেক ছাত্রলীগ নেত্রীরাও রয়েছেন। আর এসব আলোচিত মনোনয়নপ্রত্যাশীরা দৌড়ঝাঁপ শুরু করেছেন গণভবন থেকে দলীয় কার্যালয়ে।
সাধারণত ছয়টি সংসদীয় আসনের বিপরীতে একজনকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য নির্বাচিত করা হয়। বরিশাল বিভাগে ২১টি সংসদীয় আসনের বিপরীতে তিন থেকে চারজনের সংরক্ষিত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। একাদশ জাতীয় সংসদে বরিশাল বিভাগে তিনজন সংরক্ষিত সংসদ সদস্য ছিলেন। এর মধ্যে বরিশাল জেলায় সংরক্ষিত সংসদ সদস্য ছিলেন সাবেক ছাত্রলীগ নেত্রী সৈয়দা রুবিনা আক্তার মীরা এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সহধর্মিণী লুৎফুন্নেছা খান। এবারের দ্বাদশ জাতীয় সংসদে বরিশাল সিটি মেয়রের সহধর্মিণী লুনা আবদুল্লাহ, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর নাম জোরেশোরে আলোচিত হচ্ছে। এ বিষয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেন, ১২ জুনের সিটি নির্বাচন ও ৭ জানুয়ারির জাতীয় নির্বাচনে মেয়র পত্নী লুনা আবদুল্লাহ নারী নেত্রী হিসেবে যে ভূমিকা রেখেছেন, তা হাইকমান্ডের নজরে এসেছে। বিভিন্ন জরিপেও লুনা আবদুল্লাহর নাম শোনা যাচ্ছে। এ ছাড়া দ্বৈত নাগরিকত্বের অভিযোগে মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদের নামও আছে আলোচনায়। এ ছাড়া ভোলা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাফিয়া খাতুন ও জেলা পরিষদের প্যানেল মেয়র ও যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না আলোচনায় আছেন। এদিকে, পটুয়াখালীতে সংরক্ষিত সংসদ সদস্য সাবেক ছাত্রলীগ নেত্রী কাজী কানিজ সুলতানা ছাড়াও এবার আলোচনায় আছেন আরেক সাবেক ছাত্রলীগ নেত্রী ঢাকার ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তানজিদা খালেক তুলি। এ ছাড়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রয়াত আওয়ামী লীগ নেতা খ ম জাহাঙ্গীর হোসাইনের স্ত্রী সেলিনা হোসাইনও এবার সংরক্ষিত আসনে মনোনয়নপ্রত্যাশী। বরগুনায় সংরক্ষিত আসনে সংসদ সদস্য হতে দুজন সাবেক এমপির স্ত্রীসহ পাঁচজন তৎপরতা শুরু করেছেন। তারা হলেন- জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাধবী দেবনাথ, আমতলী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জাকিয়া এলিট, সংরক্ষিত সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌসী, হোসনে আরা রাণী এবং জেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি মেহেরুন নেছা সুমী। পিরোজপুরে সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে তৎপরতা শুরু করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক এমপি এ কে এম এ আউয়ালের স্ত্রী লায়লা পারভীন এবং মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোজিনা নাসরিন।
আরো পড়ুন : খুলনাযর ময়লাপোতা মোড়ে যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যা