অস্ট্রেলিয়ার উসমান খাজা আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার

আন্তর্জাতিক খেলাধুলা পুরুষ প্রচ্ছদ বিনোদন সফলতার গল্প হ্যালোআড্ডা

আইসিসির বর্ষসেরার টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা। সতীর্থ ট্রাভিস হেড, ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও ইংল্যান্ডের জো রুটকে পেছনে ফেলে বর্ষসেরার পুরস্কার জেতেন তিনি।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইসিসি।
গত বছর ১৩ টেস্ট খেলে ৩ সেঞ্চুরি ও ৬ ফিফটিসহ ৫২.৬০ গড়ে এক হাজার ২১০ রান করেন খাজা।

২০২৩ সালে বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ক্যারিয়ারসেরা অপরাজিত ১৯৫ রানের ইনিংস। এরপর ভারতের মাটিতে তিনি ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। চার ম্যাচে এক সেঞ্চুরি ও দুই ফিফটিসহ করেন ৩৩৩ রান।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতার পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজেও ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। পাঁচ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটিসহ ৪৯৬ রান করেন বাঁহাতি এই ওপেনার। বছর শেষ করেন পাকিস্তানের বিপক্ষে তিনটি ৪০+ স্কোর দিয়ে।

আরো পড়ুন : আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপির সামনে এখন নানামুখী চ্যালেঞ্জ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *