নেত্রকোনার কলমাকান্দায় অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

জনদুর্ভোগ জাতীয় নারী প্রচ্ছদ হ্যালোআড্ডা

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বেবী আক্তার (২০) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ৯ জন। এদের মধ্যে সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেবী আক্তার উপজেলার মন্তলা গ্রামের মারুফ বিশ্বাসের স্ত্রী।

আহতরা হলেন- উপজেলার ডুবিয়ারকোনা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে শহীদ উল্লাহ (৪০), মন্তলা গ্রামের আইয়ুব আলী বিশ্বাসের ছেলে মারুফ বিশ্বাস (২৪), নেত্রকোনার বাংলা এলাকার রতন সরকারের ছেলে রিপন সরকার (৪৫), আমতলা গ্রামের সুজন (৩২), সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শিংপুর গ্রামের শাহীনুর ইসলামের ছেলে মহিবুল (৪০), লামাগাঁও গ্রামের নবীনুরের স্ত্রী পারভীন (২৫) ও ছেলে জিহান (৩)। এদের মধ্যে চারজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-কলমাকান্দা সড়কের ডুবিয়ারকোনা এলাকায় দুইটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুটি সড়কের দুই পাশের খাদে পড়ে যায়। এ সময় বেবী আক্তার নামে এক নারী ঘটনাস্থলেই নিহত হন। চালকসহ ৯ যাত্রী আহত হন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুল হক বলেন, দুর্ঘটনায় একজন নিহত এবং নয়জন আহত হয়েছে।

ওসি মোহাম্মদ লুৎফুল হক আরও বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের সুরতাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন : ‘ফাঁক’ থাকলেও গাজা নিয়ে ‘প্যারিস-বৈঠকে’ আলোচনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *