বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি

আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তি নির্বাচন প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে আবারও মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। মার্কিন সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মনে করে না যুক্তরাষ্ট্র। যে কোনো দেশের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তাকে মার্কিন পররাষ্ট্রনীতিতে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের গণতান্ত্রিক নীতির বিকাশে সরকারের সঙ্গে আমাদের সম্পৃক্ততা অব্যাহত থাকবে। পাশাপাশি বিরোধী দল, গণমাধ্যম, সুশীল সমাজসহ সবার অংশগ্রহণ নিশ্চিতের ওপর গুরুত্ব দেন মার্কিন মুখপাত্র। নির্বাচনের আগে বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতারে উদ্বেগ প্রকাশ করেন মিলার। একই সঙ্গে বলেন, বন্দিদের ব্যাপারে সুষ্ঠু ও স্বচ্ছ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা। নির্বাচনে হস্তক্ষেপ প্রসঙ্গে কানাডার প্রকাশিত সন্দেহের বিষয়টি উঠে আসে সংবাদকর্মীদের প্রশ্নে। তা সরাসরি এড়িয়ে যান মিলার। বলেন, কানাডার অনুসন্ধান নিয়ে কিছু বলার নেই। সেটা তাদের বিষয়।

আরো পড়ুন : সারা দেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে সহস্রাধিক অবৈধ হাসপাতাল

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *