ছাত্র গ্রেফতারের প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আইন-আদালত জনদুর্ভোগ প্রচ্ছদ শিক্ষা হ্যালোআড্ডা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বরিশাল বিশ্বদ্যিালয়ের সামনে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের সামনের সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেন তারা।

বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি আবদুর রহমান মুকুল জানান, বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ৭ম ব্যাচের ছাত্র আল সামাদ শান্তর বিরুদ্ধে তিনটি মামলা চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্র বাকী গতকাল রাত সাড়ে ৯টার দিকে তিন মামলার আসামি শান্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন। এ ঘটনার প্রতিবাদে একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী রাত ১০টার দিকে ক্যাম্পাসের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. আবদুল কাইউম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেস্টা চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১১টায় অবরোধ চলছিল।

আরো পড়ুন : বাংলাদেশের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *