গোমস্তাপুরে দোষিমনিতে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ গ্রামের উদ্বোধন

ইতিহাস-ঐতিহ্য ওকে নিউজ স্পেশাল জনপ্রতিনিধি জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল সফলতার গল্প হ্যালোআড্ডা

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দোষিমনিতে পুষ্টি সমৃদ্ধ নিরাপদ গ্রামের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর ব্লকের দোষিমনি গ্রামে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। পরে একই স্থানে ২০২৩-২৪ অর্থবছরে ‘কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করণ প্রকল্প’ এর আওতায় পুষ্টি সমৃদ্ধ নিরাপদ ফসল গ্রাম তৈরীর উপকারভোগী কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। উপসহকারী কৃষি কর্মকর্তা রাকীব উদ্দীনের সঞ্চালনায় অন্য অতিথিদের বক্তব্য দেন উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ, নারী কৃষক মুক্তা খাতুনসহ স্থানীয় কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।

এদিকে উপজেলা কৃষি বিভাগ জানায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালিত এই প্রকল্পের আওতায় গোমস্তাপুর ইউনিয়নের জাহিদনগর ব্লকের দোষিমতে পুষ্টি গ্রামে রুপান্তরের কার্যক্রম হাতে নেওয়া হয়। এই গ্রামে সবজি চাষের জন্য উপযোগী হওয়ার ৭৮টি বাড়িতে পুষ্টি বাগান স্থাপন করা হয় । উদ্বোধনি দিনে ৬০টি বাড়ির সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের সবজির বীজ ও ফলের চারা বিতরণ করা হয়। এর আগে বাগানের নিরাপত্তা নেট, পানি দেওয়ার ঝাঝরি, জৈব সার, রাসায়নিক সার ও সাইনবোর্ড দেওয়া হয়।

আতিকুল ইসলাম আজম

আরো পড়ুন : ভোলাহাটে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *