রুবেলের চিকিৎসায় ১৫ লাখ টাকা দিচ্ছে সাকিবের ব্যবসায়িক ই-কমার্স প্রতিষ্ঠান

খেলাধুলা জাতীয় প্রচ্ছদ লাইফ স্টাইল স্বাস্থ্য কথা

দীর্ঘদিন ধরে দূরারোগ্য ব্রেইন টিউমারে আক্রান্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকা মোশাররফ হোসেন রুবেল।

কেমোথেরাপিসহ ব্যয়বহুল সব চিকিৎসায় নিঃস্ব হওয়ার পথে এ ক্রিকেটারের পরিবার।

এবার সাবেক বাঁহাতি স্পিনারের পাশে এসে দাঁড়ালেন জাতীয় দলের আরেক স্পিনার সাকিব আল হাসান।

রুবেলের চিকিৎসায় ১৫ লাখ টাকা দিচ্ছে সাকিবের ব্যবসায়িক প্রতিষ্ঠান ই-কমার্স ওয়েবসাইট মোনার্ক মার্ট।

রোববার বিকেলে রাজধানীর মতিঝিলে মোনার্ক হোল্ডিংস লিমিটেডের প্রধান কার্যালয়ে মোশারফ হোসেন রুবেলের স্ত্রীর কাছে এই ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

সম্প্রতি শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন রুবেল। এই সময়ে সাকিবের প্রতিষ্ঠান থেকে এ বড় অংকের অর্থ পেলে বেশ উপকৃত হবেন রুবেল ও তার পরিবার।

উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে ব্রেইন টিউমার ধরা পড়ে মোশাররফ রুবেলের। কেমোথেরাপি নিতে কয়েকদফায় বিদেশে যেতে হয়েছে তাকে।

২০০৮ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটলেও, সবমিলিয়ে মাত্র ৫টি ওয়ানডে খেলতে পেরেছেন মোশাররফ রুবেল। সবশেষ ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের জার্সি গায়ে জড়ান তিনি।

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *