৩০ অক্টোবর ২০২৪, বিরামপুরের যত খবর

আইন-আদালত ক্রাইম নিউজ জনদুর্ভোগ জাতীয় নারী নারী অন্যান্য প্রচ্ছদ মুক্তমত লাইফ স্টাইল শিক্ষা হ্যালোআড্ডা

বিরামপুরে নারীসহ ৪ ছিনতাইকারী আটক

জাহিনুর ইসলাম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ একটি ছিনতাই চক্রের দুই নারীসহ ৪ জনকে আটক করে রিমান্ড আবেদনসহ থানা বুধবার (৩০ অক্টোবর) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।

ছিনতাই হওয়া অটোরিক্সার মালিক আনারুল ইসলাম বুধবার ৩০অক্টোবর বিরামপুর থানায় একটি মামলা করেছেন।

তিনি জানান, গত রবিবার ২৭অক্টোবর সন্ধায় হাবিবপুর বাজারে সালমা আক্তার পাখি (২৮) নামে এক নারী আনারুলের অটোরিক্সা রিজার্ভ নিয়ে ধানঘরা গ্রামে যাওয়ার কথা বলে। পথে ধানঘরা ও বেপারীটোলা পাকা রাস্তায় যাওয়া মাত্রই আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন পথ রোধ করে আনারুলকে মারপটি করে বেঁধে রেখে অটোরিক্সা ছিনিয়ে নিয়ে যায়।

এঘটনায় মামলার পর পুলিশ তৎপর হয়ে ওঠে এবং ওসি মমতাজুল হকের নির্দেশনায় পুলিশ অভিযান চালিয়ে সালমা আক্তার পাখি, জহুরা খাতুন ও তার স্বামী মোশারফ হোসেন লুৎফর এবং আব্দুল আলিম নামে ৪ জনকে আটক করে।

থানার ওসি মমতাজুল হক বলেন, আটক আসামীদের রিমান্ড আবেদনসহ বুধবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এই চক্রের অন্য সদস্যদের আটকের চেষ্টা চলছে।

জাহিনুর ইসলাম বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বাংলাদেশ ইয়ূথ ফাস্ট কনসাস (বিওয়াইএফসি) আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে বুধবার ৩০ অক্টোবর দুপুরে হাবিবপুর উচ্চ বিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিতর্কের বিষয় ছিল ”আইন নয় সচেতনতাই পারে মাদকমুক্ত সমাজ গড়তে”। অংশগ্রহণ করেন গঙ্গাপুর উচ্চ বিদ্যালয় বিওয়াই হাইক্লাব ও হাবিবপুর উচ্চ বিদ্যালয় বিওয়াই হাইক্লাব ।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম।
হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সদস্য ও বিরামপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হক,বিওয়াইএফসির আঞ্চলিক কার্যালয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর অশিত চৌকিদার, সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর হেমন্ত বিশ্বাস প্রমূখ।

বিতর্ক প্রতিযোগিতায় যুক্তিতর্ক খণ্ডে হাবিবপুর উচ্চ বিদ্যালয় বিওয়াই হাইক্লাব জয় লাভ করে। এ সময় উভয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।

জাহিনুর ইসলাম
বিরামপুর, দিনাজপুর।

আরো পড়ুন : ৩০ অক্টোবর ২০২৪, গোবিন্দগঞ্জের যত খবর

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *