গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুলর্ভপুর গ্রামের অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী আঞ্জুরা খাতুনের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন। এরআগে গত ২৯ মার্চ ওই ছাত্রী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে শিক্ষাবৃত্তির আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে একদিনপর গতকাল বুধবার বিকেলে ওই ছাত্রীর বাবা কাছে প্রাথমিকভাবে এই অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও ওই ছাত্রীর বাবা আনিসুর ।
আরো পড়ুন: ছাত্রদলের ক্যাডারদের হামলার শিকার ছাত্রলীগ নেত্রীর বিভিশিকাময় আজ সেই দিন
জানা গেছে, মেধাবী শিক্ষার্থী আঞ্জুরা খাতুন চলতি বছরের ২৭ জানুয়ারী খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদে ভর্তি হয়। সাতসদস্য বিশিষ্ট পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি তাঁর বাবা আনিসুর। বর্গাচাষী করে কোনমতে সংসার চালান। মেয়ের পড়াশুনোয় ভাল ও খরচ চালাতে একটি গরু বিক্রি করতে উদ্যোগ হন। কিন্তু গরুটি সম্প্রতি মারা যায়। এতে আঞ্জুরার ভর্তির পর খরচ ও মাসিক খরচের টাকা পেতে দুশ্চিন্তায় পড়তে হয়েছে পরিবারটিকে। তিনি বাবার মাধ্যেম উপজেলা নির্বাহী (কর্মকর্তা) কাছে গত ২৯ মার্চ শিক্ষাবৃত্তি চেয়ে আবেদন করেন।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন বলেন, আবেদনের পেক্ষিতে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে দুই হাজার টাকা দেয়া হয়েছে। পরবর্তীতে উপজেলা প্রশাসন সময় সময় করে যখন পারবে তখন সহায়তা করা করবে ওই মেধাবী শিক্ষার্থীদের জন্য।
আতিকুল ইসলাম আজম
আরো পড়ুন: এখনও অন্ধকারে রয়ে গেল মাান্দায় শিশু ইউসুফ হত্যাকান্ডের রহস্য