গোমস্তাপুরের যত খবর

ওকে নিউজ স্পেশাল জনদুর্ভোগ জাতীয় নারী প্রচ্ছদ সফলতার গল্প হ্যালোআড্ডা

গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর দুইটার দিকে রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ভ্যান চালকের নাম বাবর আলী (২৫)। তিনি উপজেলার রহনপুর ইউনিয়নের পাথর পূজা গ্রামের বাসিন্দা মৃত খোদা বক্সের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে বাবর আলী নিজ বাড়ি পাথরপূজা থেকে ব্যাটারিচালিত অটোভ্যান নিয়ে রহনপুর যাচ্ছিলেন। পথে রহনপুর- আড্ডা আঞ্চলিক সড়কের তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক আসা একটি ট্রাক ভ্যানে ধাক্কা দেয়। ধাক্কা পেয়ে ভ্যান ও চালক বাবর আলী রাস্তায় পড়ে যায়। পরে ট্রাকটি তার দেহের উপর চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার জানান, পুলিশ বাবরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

গোমস্তাপুরে জয়িতাদের সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়। সোমবার সকালে উপজেলা সভাকক্ষে স্থানীয় প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) নিশাত আনজুম অনন্যা। সভায় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, স্বাস্থ্য ও পরিবার পরিবার কর্মকর্তা আব্দুল হামিদ, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, বিএমডিএ কর্মকর্তা আহসান হাবীবসহ অন্যরা। আলোচনা শেষে উপজেলার ৫ জন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়।

গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জের আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজিত আলোচনা সভায় সভায় সভাপতিত্ব করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যা। এ সময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খায়রুল হক, সমাজসেবা কর্মকর্তা নূরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, বিএমডিএ কর্মকর্তা আহসান হাবীব, বীরমুক্তিযোদ্ধা আকতার আলী খান কচিসহ অন্যরা।

আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর-চাঁপাইনবাবগঞ্জ

আরো পড়ুন : বরিশালের একক নিয়ন্ত্রক ছিলেন সেরনিয়াবাত আবুল হাসনাত আবদুল্লাহ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *