অফিস ডেস্ক # জাতীয় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার “প্রতিনিধি সম্মেলন ও মতবিনিময় সভা-২০২৪” গতকাল বিকেল তিনটায় জাতীয় প্রেসক্লাবের জহিরুল জহিরুল হক অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ শফিকুল ইসলাম সাদ্দামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল অবসরপ্রাপ্ত মোক্তারুজ্জামান চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নে (ডিইউজে)র সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)র সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক নাহিদ।
পত্রিকার আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সালে আহমেদ, প্রধান সম্পাদক এমজি কিবরিয়া, নির্বাহী সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, উপসম্পাদক এসএম মুজিবুল আকবার, সহকারী সম্পাদক রায়হান খন্দকার, আব্দুস ছালাম মাসুদ, বার্তা সম্পাদক আফিফা নওশীন চৌধুরী ও প্রধান প্রতিবেদক মিজানুর রহমান হাওলাদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ আকাশ সিকদার এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন স্টাফ রিপোর্টার ফারজানা আক্তার মনি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পত্রিকার স্টাফ রিপোর্টার মশিউর রহমান সুজন। তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে জাতীয় সংগীত পরিবেশন শেষে, সকল ভাষা শহীদ, একাত্তরের মুক্তিযোদ্ধা শহীদ এবং ২০২৪ সালের ৩৬শে জুলাই এর গণঅভ্যুত্থানে শহীদদের এবং পত্রিকার প্রধান উপদেষ্টা হারুন অর রশিদের রুহের মাগফেরাত কামনায় সকলে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রতিনিধিদের বিভিন্ন মতামত এবং উন্মুক্ত আলোচনা শেষে, ২০২৫ সালের কর্মপরিকল্পনা নিয়ে প্রধান অতিথি গুরুত্বপূর্ণ বক্তব্য বক্তব্য রাখেন, পরবর্তীতে অনুষ্ঠানের সভাপতি সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে সন্ধ্যা ভোজের আয়োজন করা হয়।
আরো পড়ুন : ‘সবার জন্য বাসযোগ্য গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব’