সময় বাড়ল আয়কর রিটার্ন দাখিলের

অর্থনীতি জাতীয় তথ্য-প্রযুক্তি প্রচ্ছদ লাইফ স্টাইল শিল্প প্রতিষ্ঠান হ্যালোআড্ডা

স্টাফ রিপোর্টার : আয়কর রিটার্ন জমা দেয়ার সময় আরও এক মাস বাড়ানো হয়েছে। ব্যক্তিশ্রেণির করদাতা আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। রিটার্ন দাখিলের শেষ সময় ছিল ৩১শে ডিসেম্বর। আর কোম্পানি শ্রেণির করদাতাদের রিটার্ন জমা দেয়ার সময়সীমা ছিল নতুন বছরের ১৫ই জানুয়ারি পর্যন্ত। কোম্পানি শ্রেণির করদাতারা ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা পৃথক দুই বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিভিন্ন পেশাজীবী মহলের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে বলে জানানো হয়।

এনবিআর’র দ্বিতীয় সচিব এইচ এম শাহরিয়ারের সই করা আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর উপ-ধারা (খ) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, জনস্বার্থে, সরকারের পূর্বানুমোদনক্রমে, কোম্পানি ব্যতীত সব করদাতার, ২০২৪-২০২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ৩১শে ডিসেম্বর ২০২৪ তারিখের পরিবর্তে ৩১শে জানুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করা হলো।

পৃথক আরেক আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩ এর ধারা ৩৩৪ এর উপ-ধারা (ক) এ প্রদত্ত ক্ষমতাবলে, জাতীয় রাজস্ব বোর্ড, আয়কর আইন, ২০২৩ এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২০২৫ করবর্ষের জন্য নির্ধারিত করদিবস ১৫ই জানুয়ারি ২০২৫ তারিখের পরিবর্তে ১৫ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখ নির্ধারণ করা হলো।

এতে আরও বলা হয়, অনলাইন ও অফলাইন উভয় ক্ষেত্রেই এই নতুন সময়সীমা কার্যকর হবে। ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য আয়কর রিটার্ন জমা দেয়ার নির্ধারিত সময় ছিল ৩০শে নভেম্বর পর্যন্ত। গত ১৭ই নভেম্বর সেই সময় সীমা এক মাস বাড়ানো হয়েছিল।

আরো পড়ুন : মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত, ক্ষোভ জানিয়ে ৩০ বিশিষ্ট নাগরিকের বিবৃতি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *