নিজস্ব প্রতিবেদক ।। খেলার মাঠের টানটান উত্তেজনা বেতার/টিভির মাইক্রোফোনের মাধ্যমে সকলের কর্ণকুহরে পৌছে দেন ক্রীড়া ভাষ্যকারগণ। ক্রীড়া ধারাভাষ্য নি:সন্দেহে একটি শিল্প। আবহমানকাল থেকে খেলা এবং খেলার ধারাভাষ্য সম্প্রচারের ম্যধ্যমে সাধারণ মানুষের কাছে যেকোনো সাদামাটা খেলাকেও অসাধারণ উত্তেজনাপূর্ণ ম্যাচে পরিনত করতে পারেন একজন ক্রীড়া ভাষ্যকার। বাংলাদেশে ক্রীড়া ধারাভাষ্যের পথিকৃৎ বলা হয় আবদুল হামিদকে। তাঁর সমসাময়িক আরোও বেশকজন গুণী ক্রীড়া ভাষ্যকার বাংলা ধারাভাষ্য শিল্পকে মহিমান্বিত করেছেন। পরবর্তীতে প্রজন্ম থেকে প্রজন্মে বহু মানুষ এই শিল্পের সাথে যুক্ত হয়েছেন এবং প্রতিনিয়ত নতুন মেধাবী তরুণরা এই সেক্টরে যুক্ত হচ্ছেন এবং ধারাভাষ্য শিল্পকে সম্মৃদ্ধ করছেন।
বাংলাদেশের সকল ক্রীড়া ধারাভাষ্যকারদের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে গান (আমরা ধারাভাষ্যকার।। We are Commentators) লেখার মাধ্যমে এমন প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেন ক্রীড়া সাংবাদিক ও গীতিকার রাহুল রাজ। গানের সুর করেছেন মোঃ রফিকুল ইসলাম, কম্পোজ রিফিয়ান রুয়েল। চমৎকার এই গানটিতে কন্ঠ দিয়েছেন ধারাভাষ্যকার মোজাহিদুর রহমান। গানের মাঝে ধারাভাষ্যকার হিসেবে কন্ঠ দিয়েছেন জামিলুর রহমান।
গানের শুরুটা হলো- গোলের খবর, দলের খবর, আউট, ছয় বা চার। কথার ধারায় শ্রোতাদের জানাই, আমরা ধারাভাষ্যকার ॥
গীতিকার রাহুল রাজ জানান, “ধারাভাষ্যকার ও শিল্পী মুজাহিদ ভাইয়ের কথায় অনেক দিন ধরে ধারভাষ্যকারদের নিয়ে একটি গান লেখার খুব চেষ্টা করছিলাম। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজ এবং অফিসের ঝামেলায় গানের কথা মাথায় আসছিল না। ২২ সেপ্টেম্বর ২০২২ মধু পূর্নিমায় বাসার ছাদে বসে এক মনে চিন্তা করতে করতে অবশেষে তিন মাসের প্রচেষ্ঠায় গানটি লিখতে সক্ষম হই।”
সোশ্যাল মিডিয়ায় গানটি আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয়েছে ২৪ ডিসেম্বর ২০২৪। গানটির মিউজিক ভিডিও নির্মানে বিশেষ সহায়তা করেছে খোদা বকশ মৃধা ফাউন্ডেশন। গানটির শিল্পী ও কলা কুশলী সকল ক্রীড়া ভাষ্যকার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছে। তাদের বিশ্বাস গানটি এদেশের সকল ক্রীড়ানুরাগি, ক্রীড়াবিদ এবং মাঠ পর্যায়ের সকল ক্রীড়া ভাষ্যকারদের মন কেড়ে নিবে।
আরো পড়ুন : এস আলম গ্রুপের ৬ কারখানা হঠাৎ বন্ধ