গভীর ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে সতর্ক হতে হবে

জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি পুরুষ প্রচ্ছদ মুক্তমত রাজনীতি হ্যালোআড্ডা

দেশে একটি গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত এক নাগরিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের প্রতিপাদ্য ছিল ‘গণহত্যাকারী খুনি হাসিনা’ এবং তার দোসরদের অরাজকতা সৃষ্টির প্রতিবাদ।

শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে একটি গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হলে সবাইকে সতর্ক হতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম। গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই। কিন্তু কিছু মহল নির্বাচন বাধাগ্রস্ত করে দেশকে ভিন্ন পথে নিয়ে যেতে চায়। বিশেষ উদ্দেশ্যে দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টার বিরুদ্ধেও আমাদের আপত্তি রয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘দেশের বাজার পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য ক্রমশ বাড়ছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি এমন যে মনে হয় দেশে কোনো সরকার নেই। এসব নিয়ন্ত্রণ করতে সরকারকে শক্ত হতে হবে।’

শামসুজ্জামান বলেন, ‘বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র ওয়ান-ইলেভেন থেকে শুরু হয়েছে, যার আলামত এখনো দেখা যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং খালেদা জিয়া তা এগিয়ে নিয়েছিলেন। এখন তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগ নষ্ট হতে দেওয়া যাবে না।’

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষক দলের নেতা এসকে সাদী এবং অন্যান্য নেতারা।

আরো পড়ুন : সেরা পুরস্কারটা অসুস্থ ছেলেকে দিলেন বাবা হমুদউল্লাহ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *