স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. সজিব (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত সজিব মোহাম্মদপুর টাউনহল এলাকার বিহারি ক্যাম্পের বাসিন্দা মো. সোহেলের সন্তান। সোমবার সন্ধ্যায় শাহজাহান রোড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান বলেন, মোহাম্মদপুরের পুরান থানা রোডের মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টারের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সজিবের মৃত্যু হয়। নিহতের লাশ সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগের মর্গের সামনে নিহত সজিবের মা নাসিমা ছেলের শোকে আহাজারি করছেন। তাকে ঘিরে স্বজনরা শান্তনা দেওয়ার চেষ্টা করছেন। নিহত সজিবের ৮ বছর বয়সী ছোটো ভাই রয়েছে। সজিবের মা নাসিমা বলেন, ছিনতাইকারীরা সজিবের মোবাইল নেওয়ার জন্য আটকায়। কিন্তু মোবাইল না নিতে পেরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে সজিবের সঙ্গে থাকা এক বন্ধুসহ পথচারীরা সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা সজিবকে মৃত ঘোষণা করে। তিনি আরো জানান, সজিব অনলাইনে বাসা-বাড়ি বদলের কাজ করত। তার কারো সঙ্গে দ্বন্দ্ব নেই।