মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ সামনে। ঈদ মানে আলো, ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঊৎসব। তাই অন্ধকার সরিয়ে আমাদের জীবনে আনন্দ নিয়ে আসে ঈদ। এ আনন্দেরও ভাগিদার চ্যানেল আই তার দর্শকদের সাথে হতে চায়। সুস্থ ও সুরক্ষিত থাকার জন্য ওই দিনগুলোতে আমাদেরকে ঘরে থাকার প্রয়োজন। প্রতিবারের মতো এবারও ঈদুল ফিতরে চ্যানেল আই ৮ দিনব্যাপি সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালায় থাকছে শীর্ষ নির্মাতা ও শিল্পীদের অভিনয়ে ৭ নতুন চলচ্চিত্র। চ্যানেল আই দেখাবে ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত। ইমপ্রেস টেলিফিল্মের এ চলচ্চিত্রগুলো প্রচার হবে প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে।
ঈদের দিন : ঈদের দিন থাকছে ‘লাল মোরগের ঝুঁটি’। চিত্রনাট্য ও পরিচালনায় নুরুল আলম আতিক। অভিনয়ে শিল্পী সরকার অপু, ইলোরা গরহর, জ্যোতিকা জ্যোতি, আহমেদ রুবেল, লায়লা হাসান, স্বাগতা, জয়রাজ, আশনা হাবিব ভাবনা, শাহজাহান সম্রাট, জোবায়েদ, দীপক সুমন, আশীষ খন্দকার, দিলরুবা দোয়েল প্রমুখ।
আরো পড়ুন : ছাত্রদলের ক্যাডারদের হামলার শিকার ছাত্রলীগ নেত্রীর বিভিশিকাময় আজ সেই দিন
ঈদের ২য় দিন : চলচ্চিত্র ‘ন’ ডরাই’। কাহিনী ও চিত্রনাট্য. শ্যামল সেনগুপ্ত, পরিচালনায় তানিম রহমান অংশু। অভিনয়ে সুনেরাহ বিনতে কামাল, শরিফুল রাজ, সাঈদ বাবু, জোসেফাইন লিন্ডেগার্ড, ওয়াসিম সিতারা, ঠাকুর প্রসাদ, টমি হিন্ডলি, পেদ্রো প্রিন্সিপে, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান প্রমুখ।
ঈদের ৩য় দিন : ৩য় দিন রয়েছে ছবি ‘গন্ডি’। পরিচালনায় ফাখরুল আরেফীন খান। অভিনয়ে সব্যসাচী চক্রবর্তী, সুবর্ণা মোস্তফা, শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা, পায়েল মুখাজি প্রমুখ।
ঈদের ৪র্থ দিন : ৪র্থ দিন প্রচার হবে ‘ঢাকা ড্রিম’। পরিচালনায় প্রসুন রহমান, অভিনয়ে ফজলুর রহমান বাবু, শাহাদাৎ হোসেন, মনিরা মিঠু, আরশ খান, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, পূর্ণিমা, বৃষ্টি, সুজাত শিমুল, সায়মা নিরা প্রমুখ।
ঈদের ৫ম দিন : চলচ্চিত্র ‘ছিটমহল’। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় এইচ আর হাবিব। অভিনয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমী হামিদ, আরমান পারভেজ মুরাদ, সজল, শিমুল খান, অঞ্জলি সাথী, এ বি এম সোহেল রাশিদ, ডন হক, এইচ আর হাবিব, উজ্জল কবির হিমু প্রমুখ।
ঈদের ৬ষ্ঠ দিন : ছবি ‘চন্দ্রাবতী কথা’ পরিচালনায় এন রাশেদ চৌধুরী। অভিনয়ে দিলরুবা হোসেন দোয়েল, জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।
ঈদের ৭ম দিন : চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’। কাহিনী ও চিত্রনাট্য. মাসুম রেজা। পরিচালনায় রিয়াজুল রিজু। অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সানজিদা তন্ময়, শতাব্দী ওয়াদু প্রমুখ।
লাল মোরগের ঝুঁটি (২০২১)
বিজয়ের সুবর্ণজয়ন্তীর মাসে মুক্তি পেয়েছিল নুরুল আলম আতিক পরিচালিত মুক্তিযুদ্ধের ছবি ‘লাল মোরগের ঝুঁটি’। এই চলচ্চিত্রের প্রেক্ষাপট : ১৯৭১ সাল। বাংলাদেশ এক বন্দিশালা। বিহারি-অধ্যুষিত ছোট এক শহর। সেখানে ব্রিটিশদের গড়া বিমানবন্দর সচল করতে সেনাবাহিনী আসে। পাকিস্তান সেনাবাহিনীর উপস্থিতিতে জনপদে ঘটে যাওয়া কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘লাল মোরগের ঝুটি’। আমাদের সিনেমায় মুক্তিযুদ্ধ একরৈখিকভাবে উপস্থাপিত হয়, এর বাইরেও অসংখ্য প্রেক্ষাপট রয়েছে, ‘লাল মোরগের ঝুটি’ তেমন একটি প্রচেষ্টা। ‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করেছেন লায়লা হাসান, আহমেদ রুবেল, আশনা হাবিব ভাবনা, দিলরুবা দোয়েল, স্বাগতা, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, জ্যোতিকা জ্যোতি, শাহজাহান সম্রাট, জোবায়ের, দীপক সুমন প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের দিন সকাল ১০.১৫ মিনিটে।
ন’ ডরাই (২০১৯)
‘ন’ ডরাই’ হল একটি বাংলাদেশি চলচ্চিত্র যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ। চিত্রনাট্য লিখেছেন শ্যামল সেনগুপ্ত, পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। চলচ্চিত্রটি সার্ফিং নিয়ে নির্মিত প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। চলচ্চিত্রটি ২০১৯ সালের ২৯ নভেম্বর বাংলাদেশে মুক্তি পায়। এটি ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে পুরস্কৃত হয়। এ ছবিতে আরো অভিনয় করেছেন সাঈদ বাবু, জোসেফাইন লিন্ডেগার্ড, ওয়াসিম সিতার, ঠাকুর প্রসাদ, টমি হিন্ডলি, লেঙ্কা মারি, পেদ্রো প্রিন্সিপে, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০.১৫ মিনিটে।
গন্ডি (২০২০)
অবসরে থাকা বয়স্ক নারী-পুরুষদের মধ্যে বন্ধুত্বের স্বরূপ কেমন হয়, পরিবার আশপাশের মানুষ বিষয়টিকে কীভাবে গ্রহণ করে এসব টানাপড়েনের গল্প ‘গন্ডি’। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বাংলাদেশী প্রণয়ধর্মী কৌতুক চলচ্চিত্র এটি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন ফাখরুল আরেফীন খান। চলচ্চিত্রটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সব্যসাচী চক্রবর্তী ও সুবর্ণা মুস্তাফা। পাশাপাশি শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা ও পায়ের মুখার্জী প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের তৃতীয় দিন সকাল ১০.১৫ মিনিটে।
ঢাকা ড্রিম (২০২১)
আভ্যন্তরীণ বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় নগরমুখী হওয়া প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত স্বাধীনধারার চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’। ‘ঢাকা ড্রিম’ পরিচালনা করেছেন প্রসূন রহমান। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শাহাদৎ হোসেন, মনিরা মিঠু, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, পূর্ণিমা, বৃষ্টি, সুজাত শিমুল, সায়মা নিরা, আরশ খান। এছাড়াও এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত এসএম মহসীন। চলচ্চিত্রটির সংগীতায়োজনে রয়েছেন বরেণ্য শিল্পী কুমার বিশ্বজিৎ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের চতুর্থ দিন সকাল ১০.১৫ মিনিটে।
‘ছিটমহল’
‘ছিটমহল’ পরিচালনা করেছেন এইচ আর হাবিব। ‘ছিটমহল’ এ অধিকার বঞ্চিত মানুষের জীবনের টানাপোড়েনের গল্পে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘ছিটমহল’ ১৯৪৭ সালের দেশভগের ফলে সৃষ্টি হয় কিছু দেশহীন জনপদ। ছিটমহল নামে আমরা যে অঞ্চলকে চিনেছি। সেখানকার অধিবাসীদের ৬৮বছর বঞ্চনার অবসান হয় ২০১৫ সালে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় চুক্তির ফলে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান যখন হয়ে যাপিত জীবনে আশা হঠাৎ আলোর ঝলকানি বিনিয় এর কাহিনী উঠে এসেছে চলচ্চিত্র ‘ছিটমহল’-এ। চারিদিকে অন্য দেশ মাঝখানে বসবাস অধিকারহীন একদল মানুষের। ঐতিহাসিক এক বঞ্চনা নিয়ে জীবন-যাপন তাদের। হঠাৎ ছিটমহল বিনিময়ের ঢামাঢোল। মানুষগুলো পড়ে সিদ্ধান্তহীনতায়। পরিবারের কেউ ছুটে যেতে চায় দেশ পরিচয়ের আকাংখা নিয়ে। কেউ চায় ভূমির উপর নিজেকে শক্ত করে দাঁড় করাতে। ফলে শুরু হয় বিভাজন অন্তক্ষরণ। এমন অন্তক্ষরণের গল্প নিয়েই ছিটমহল ছবিটি নির্মিত হয়েছে। ছবির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য পরিচালক নিজেই করেছেন।
অভিনয়ে জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, মীরাক্কেলখ্যাত সজল, ডন হক, শিমুল খান, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমুখ। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের পঞ্চম দিন সকাল ১০.১৫ মিনিটে।
চন্দ্রবতীর কথা (২০২১)
‘চন্দ্রাবতী কথা’। পরিচালনায় এন রাশেদ চৌধুরী। এটি ষোড়শ শতকের প্রেক্ষাপটে নির্মিত আত্মজীবনীমূলক বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। মৈয়মনসিংহ গীতিকার কবি নয়ানচাঁদ ঘোষের চন্দ্রাবতী পালা অবলম্বনে বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি চন্দ্রাবতীর জীবনালেখ্য নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হেেছ। চলচ্চিত্রটির কাহিনি নিয়ে গবেষণা, প্রাক-প্রযোজনা, চিত্রগ্রহণ ও সম্পাদনাসহ সম্পূর্ণ নির্মাণে পাঁচ বছর সময় লাগে। চন্দ্রাবতীর জীবনী ছাড়াও এ ছবিতে সে সময়ের বিভিন্ন সামাজিক প্রেক্ষাপট, ঘটনার চিত্রায়ন দেখানো হয়েছে। চন্দ্রাবতীর চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল। এছাড়া অন্যান্য ঐতিহাসিক চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, এহসান রহমান বর্ষণ ইমতিয়াজ, জয়িতা মহলানবিশ প্রমুখ।
প্রেক্ষাগৃহে মুক্তির পূর্বে ২০১৯ সালের ৯ নভেম্বর, ২৫তম কলকাতা আন্তজাতিক চলচ্চিত্র উৎসবে চন্দ্রবাতী কথার প্রথম প্রদর্শনী হয়। চলচ্চিত্রটি ভারত ছাড়াও বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং অস্ট্রেলিয়ায় বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর, ২০২১ সালের ১৫ অক্টোবর চলচ্চিত্রটি বাংলাদেশের চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর চলচ্চিত্রটি বাংলাদেশের দর্শক ও চলচ্চিত্রনির্মাতাদের প্রশংসা অর্জন করে। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের ষষ্ঠ দিন সকাল ১০.১৫ মিনিটে।
বাপজানের বায়স্কোপ (২০১৫)
‘বাপজানের বায়স্কোপ’ পরিচালনা করেছেন রিয়াজুল রিজু। এটি তার প্রথম নির্মাণ। ২০১৫ সালের বাংলাদেশী নাট্য চলচ্চিত্র এটি। ছবিটির কাহিনি লিখেছেন মাসুম রেজা এবং চিত্রনাট্য লিখেছেন মাসুম রেজা ও রিয়াজুল রিজু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ ও সানজিদা তন্ময়। চলচ্চিত্রটি ১৮ ডিসেম্বর ২০১৫ বাংলাদেশে মুক্তি পায়। ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটি শ্রেষ্ট চলচ্চিত্রসহ আটটি বিভাগে পুরস্কার লাভ করে।
কাহিনী সংক্ষেপ : চলচ্চিত্রের পটভূমি যমুনা পাড়ের চর ‘চর ভাগিনা’। চরের মালিক জীবন সরকার আর প্রান্তিক চাষী হাসেন মোল্লাকে ঘিরে আবর্তিত হয়েছে কাহিনী। হাসেন মোল্লার পিতা চরে চরে বায়োস্কোপ খেলা দেখিয়ে জীবীকা নির্বাহ করতেন। পিতার মৃত্যুর পর সেই বায়োস্কোপের বাক্সটি ঘরেই পড়ে থাকে। ছাপোষা কৃষক হাসেন মোল্লাকে তবুও ক্ষণে ক্ষণে নাড়া দিয়ে যায় বাবার শেষ স্মৃতি, পোড়ায় মন। একসময় হাসেন মোল্লা ঠিক করে ফেলে সপ্তাহে একদিন করে হলেও সে বায়োস্কোপের খেলা দেখাবে। বায়োস্কোপ বাক্সটি ঝেড়ে মুছে পরিষ্কার করে দূর চরে খেলা দেখাতে যাবার জন্যে। পুরনো ছবিগুলো নষ্ট সময়ের ব্যবধানে হয়ে যাওয়ায় হাসেন মোল্লা এক নতুন কাহিনী ছবিতে আঁকিয়ে নেয়, নতুন রীল বানায়। কিন্তু চরের মহাজন জীবন সরকারের আঁতে ঘা লাগে তাতে। সে ঘোষণা করে দেয় এই বায়োস্কোপ চলবে না, এই খেলা দেখানো যাবে না…। চ্যানেল আইতে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে ঈদের সপ্তম দিন সকাল ১০.১৫ মিনিটে।
আরো পড়ুন : ইউক্রেনের লভিভে রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬