ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

জনদুর্ভোগ প্রচ্ছদ হ্যালোআড্ডা

গাজীপুরের শ্রীপুর রেলস্টেশন এলাকায় বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়ে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গয়েছে। বুধবার সন্ধ্যায় ওই ট্রেনের ইঞ্জিনের ৪টি চাকা লাইচ্যুত হয়।

শ্রীপুরে স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়।

ওই অবস্থায় ট্রেনটি স্টেশনে এসে পৌঁছায়। পরে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে পেছনের নেওয়ার চেষ্টা করলে হোম সিগন্যালে যেতেই ওই ইঞ্জিনের পেছনের দুই পাশে ৪টি চাকা লাইনচ্যুত হয়।

এরপর থেকেই জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও মহুয়া এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন থেমে আছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১০টায় ট্রেন চলাচল বন্ধ ছিল। ট্রেনের ইঞ্জিন লাইনে বসাতে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও দুই-তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরো পড়ুন : ইন্ডিয়ান প্রিমিয়াম লিগের ৩২তম ম্যাচে ৯ উইকেটে জয় পেয়েছে দিল্লি

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *