চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে এগিয়ে শ্রীলঙ্কা

খেলাধুলা প্রচ্ছদ

আর একটি বা দুটি উইকেট পেলে হয়তো বলা যেতো প্রথম দিন শেষে এগিয়ে বাংলাদেশ। কিন্তু আজ চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে মাত্র চারটি উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে স্বাগতিকরা। অন্যদিকে, শ্রীলঙ্কার স্কোর ২৫৮ রান। কিছুটা এগিয়েই রয়েছে সফরকারীরা।

লঙ্কানদের পক্ষে অ্যাঞ্জেলো ম্যাথুস ১১৪ ও দিনেশ চান্দিমাল ৩৪ রানে অপরাজিত আছেন। তাদের দু’জনের জুটি দাঁড়িয়েছে ৭৫ রানে। আগামীকাল আবারও ব্যাটিংয়ে নামবেন এই দুই ব্যাটার। দলের স্কোর যত বড় করা যায়, সেটাই চেষ্টা থাকবে তাদের।

ভিন্ন অবস্থা বাংলাদেশ শিবিরে। আজ তৃতীয় সেশনের শুরুতে দুই উইকেট তুলে নিতে পারলেও শেষ বিকালটা উইকেটশূন্য কাটাতে হয়েছে। দিনের সবচেয়ে সফল বোলার নাঈম হাসান। সবচেয়ে বেশি রান খরচ করলেও (১৬ ওভারে ৭১ রান, ইকোনোমি ৪.৪৩) উইকেট নিয়েছেন দুটি। সবচেয়ে বেশি কিপ্টে ছিলেন সাকিব আল হাসান। তার ইকোনোমি রেট ১.৪২। ১৯ ওভার বল করে মাত্র ২৭ রান খরচায় একটি উইকেট নিয়েছেন তিনি। মেডেন আছে ৭টি।

সর্বোচ্চ ৩১ ওভার বল করেছেন তাইজুল ইসলাম। ২.৩৫ ইকোনোমিতে ৭৩ রান খরচায় উইকেট একটি। মেডেন দিয়েছেন ৮ ওভার। দুই পেসার শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ কোনো উইকেট শিকার করতে পারেননি।

আরো পড়ুন : জেনে নিন কলকাতার ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ এর ১৯তম আসরে কারা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *