সড়কের যানজট নিরসনে রাত ৮টার মধ্যে রাজধানীর দোকান বন্ধ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
তিনি বলেন, রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ করলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে। এর বাইরে আরো বেশ কিছু ভালো দিক আছে। এটি যদি কার্যকর করা যায় তাহলে সবাই পরিবারকে আরো বেশি সময় দিতে পারবে। এতে পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে।
আজ সোমবার নগর ভবনে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রাত ৮টার মধ্যে দোকান বন্ধের গুরুত্ব উল্লেখ করে তাপস বলেন, ‘এতে বাবা যেমন দ্রুত বাসায় ফিরবেন তেমনি বাড়ির ছেলেও ভাববে বাবা বাড়িতে ফিরেছে আমিও তাড়াতাড়ি বাড়িতে ফিরি। এখন দেখা যায় একজন ব্যবসায়ী তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মধ্যরাত পর্যন্ত খুলে রাখেন, বাড়ি ফিরতেও দেরি করেন। রাত ৮টার পর দোকান বন্ধ হয়ে গেলে শহরের যানজটও নিয়ন্ত্রণে চলে আসবে। ‘
ঢাকাবাসীকে এবারও জলাবদ্ধতায় নাকাল হতে হবে না উল্লেখ করে মেয়র বলেন, ‘খাল ও বক্স কালভার্ট হতে বর্জ্য ও পলি অপসারণ এবং অবকাঠামো নির্মাণ ও উন্নয়নের ফলে গত বছর ঢাকাবাসীকে জলাবদ্ধতায় নাকাল হতে হয়নি। অতিবৃষ্টি হলেও এক ঘণ্টার মধ্যে বৃষ্টির পানি নিষ্কাষিত হয়েছে। এ বছর ঢাকাবাসীকে আমরা আরো বেশি মাত্রায় সুফল দিতে পারব বলে আশাবাদী। আমরা আশা করছি, এ বছর ৩০ মিনিটের মধ্যেই বৃষ্টির পানি নিষ্কাষিত হবে। ‘
দেশে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানের তালিকা করা হলে ঢাকা দক্ষিণ সিটি এক নম্বরে থাকবে উল্লেখ করে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমার দায়িত্ব গ্রহণের দুই বছর পূর্তিতে দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দুর্নীতিমুক্তির দিক থেকে আমরা অবস্থান তৈরি করেছি। যদি সরকারের পক্ষ থেকে দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানের তালিকা করা হয়, তাহলে নিশ্চিত করে বলতে পারি এক নম্বর প্রতিষ্ঠান হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অগ্রযাত্রার দিক থেকে ডিএসসিসিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। ‘
মেয়র বলেন, ‘আমরা যে পরিকল্পনা করেছি, সে অনুযায়ী খুব দ্রুত উদ্যোগ নেব। ঢাকা শহরে কোনো প্রতিষ্ঠান নিবন্ধন (ট্রেড লাইসেন্স) ছাড়া ব্যবসা করতে পারবে না। সবাইকে বাণিজ্যিক কার্যক্রমের অনুমোদন নিতে হবে। এ ছাড়া দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় যেসব বাজার রয়েছে সেগুলো নীতিমালার আওতায় আনা হবে। কিভাবে সেই বাজার পরিচালনা হবে, কয়টি বাজার থাকবে, এগুলো সব একটি নীতিমালার আওতায় আনা হবে এবং এসব বাজারকে নিবন্ধন দেওয়া হবে। ‘
রাস্তা খোঁড়াখুঁড়ির বিষয়ে তিনি বলেন, ‘সমন্বয়হীন রাস্তা খোঁড়াখুঁড়ি আমরা অনেকাংশেই কমিয়ে আনতে পেরেছি। অনেকে অনুমতি চেয়েছে রাস্তা খোঁড়ার। কিন্তু আমরা বর্ষার আগে কোথাও খুঁড়তে অনুমোদন দিইনি। আমরা বলেছি সেপ্টেম্বরের আগে কোনো রাস্তা খুঁড়তে দেওয়া হবে না। ‘
সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহম্মদসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস
আরো পড়ুন : দেশে দুই কোটির বেশি পরিবার অর্ধাহারে ; ‘রাস্তায় নামেন সঙ্গে থাকব’