চাকুরী দেয়ার প্রতিশুতিতে বিদেশ পাঠিয়ে চাকুরীর ব্যবস্থা না করে ৬ লক্ষ আত্মাসাত

অর্থনীতি ক্রাইম নিউজ জনদুর্ভোগ দুর্নীতি পুরুষ প্রচ্ছদ প্রবাস

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদেশে চাকুরী দেয়ার প্রতিশুতিতে ওমরাহ ভিসায় সৌদি আরবে পাঠিয়ে চাকুরীর ব্যবস্থা না করে প্রায় এক গরিব অসহায় পরিবারের ৬ লক্ষ আত্মাসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের অনন্তপুর(নয়াপাড়া) গ্রামের মজিবর রহমানের ছেলে রাজু মিয়াকে ফ্রি ভিসায় সৌদি আরবে চাকুরী দেয়ার প্রতিশ্রæতিতে সৌদি প্রবাসী ফেরদাউস আকন্দের মাধ্যমে গত প্রায় ৬ মাস পূর্বে একই গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে আশরাফ আলী(৫২) সৌদি প্রবাসী ফেরদাউস আকন্দের স্ত্রী রাশেদা বেগম(৩৫), আব্দুল জলির আকন্দের ছেলে ফিরোজ আকন্দ(৫০) ও শাবিদুল ইসলামের স্ত্রী জুলী বেগম(৪৮) ৬ লক্ষ টাকা গ্রহণ করে। এরপর তারা রাজু মিয়াকে প্রতিশ্রæতি অনুযাযী ফ্রি ভিসায় না নিয়ে ওমরাহ পালন ভিসায় সৌদি আরবে পাঠায়। কিন্তু রাজু মিয়া সৌদি আরবে যাওযার পর ফেরদাউস আকন্দ তার কাজকর্ম, চাকুরী পাওয়ার ব্যাপারে কোন ব্যবস্থাই করেনি-এমনকি প্রতিদির ঠিকমত খাবার পর্যন্ত দেয়নি। এমতাবস্থায় রাজু মিয়া সৌদি পুলিশের কাছে ধরা পড়ে জেলে যায়। সৌদি প্রবাসী ফেরদাউস আকন্দ রাজু মিয়াকে জেল থেকে ছাড়াতে তার পরিবারের নিকট আরও ২ লক্ষ টাকা দেশের আত্মীয়স্বজন উপরোক্ত ব্যক্তিদের মাধ্যমে দাবী করে। ছেলেকে উদ্ধারে রাজুর মা রাজিয়া বেগম তার বসত ভিটার ২ শতাংশ জমি দেড় লক্ষ টাকায় বিক্রি ও ৫০ হাজার টাকা ধারদেনা করে মোট ২ লক্ষ টাকা যোগার করেন। উক্ক টাকা গত ১৮-০৪-২২ইং তারিখে উক্ত ব্যক্তিগন নিতে আসলে এবং ১০০ টাকা মূল্যের ৩টি ননজুডিসিয়াল স্ট্যাম্ েসই-স্বাক্ষর দিয়ে ২ লক্ষ টাকা গ্রহণের পূর্ব মূমুর্তে রাজু মিয়া বাড়িতে চলে আসে। আকস্মাৎ রাজু মিয়া বাড়িতে চলে আসায় উক্ত ব্যক্তিরা হতভম্ব হয়ে পড়ে। এত বোঝা যায় রাজুমিয়াকে জেল থেকে ছাড়ানো জন্যও ২ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করেছিল ওই প্রতারক ব্যক্তিরা। রাজু মিয়া সঠিক সময়ে বাড়িতে ফিরে আসায় সেটা আর সম্ভব হয়নি।

উক্ত প্রতারক ব্যক্তিরা রাজু মিয়ার অসহায় গরিব পরিবারের সরলতার সুযোগে জমি, গরু-ছাগল বিক্রি ও ধার-দেনা করা ৬ লক্ষ টাকাগ্রহণ করে রাজুমিয়াকে ভ‚য়া ভিসায় সৌদি আরবে পাঠিয়ে সমুদয় টাকা আত্মসাৎ করেছে। আত্মসাৎকৃত ৬ লক্ষ টাকা ফেরতের দাবীদে রাজু মিয়ার মা রাজিয়া বেগম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

ফারুক হোসেন
গাইবান্ধা।

আরো পড়ুন : মান্দায় পরোয়ানাভুক্ত ও মাদকসহ গ্রেপ্তার ৯

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *