আজ ৩০ মে; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আন্তর্জাতিক ইতিহাস-ঐতিহ্য জনপ্রতিনিধি তথ্য-প্রযুক্তি নারী পুরুষ প্রচ্ছদ বিনোদন বিনোদন অন্যান্য রাজনীতি শিক্ষা সফলতার গল্প

প্রতিটা দিনের পরিবর্তন ঘটে ২৪ঘন্টা/১৪৪০ মিনিট /৮৬ হাজার ৪০০ সেকেন্ড পেরিয়ে। যা ক্যামেরার হিসেবে ২০,৭৩,৬০০ অথবা ২১,৬০,০০০ ফ্রেমে বন্দী, যার প্রতিটা ফ্রেমকে আমরা মুহুর্ত হিসেবে আখ্যায়িত করতে পারি। সে হিসেবে একটি দিন পৃথিবী সৃষ্টির জন্য অনেক সময়, মানুষের জীবনে একটি ঘটনার জন্য জন্যতো অবশ্যই। যা হয়ে থাকতে পারে কালের স্বাক্ষি হিসেবে।

আমরা একটু কি ভেবে দেখেছি একটি ফ্রেম সমপরিমান এক মুহুর্ত সময় কতটা গুরুত্ববহন করে মানুষের জীবনে? আর সেই মুহুর্তের ঘটনাই রুপ নেয় ইতিহাসের পাতায়। আমরা বলি আজকের দিনে কি ঘটেছিল! এই আজকের দিনটা কেন গুরুত্ব তা খুঁজতে থাকি ইতিহাসের পাতায়। তাই ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। যার জন্য বলা হয় ইতিহাস আজীবন কথা বলে।

ইতিহাসের কারণেই আমরা অতীতের কথা, বিষয় বা ঘটনা জানতে পারি। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায় যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম (oknews24bd.com) এর পাঠকদের জন্য নিয়মিত আয়োজন আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

আজ ৩০ মে ২০২২ সোমবার, ১৭ জৈষ্ঠ ১৪২৯ বাংলা, ২৮ শাওয়াল ১৪৪৩ হিজরি। গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫০তম (অধিবর্ষে ১৫১তম) দিন। বছর শেষ হতে আরো ২১৫ দিন বাকি রয়েছে । আজ বিশ্ব প্রেস স্বাধীনতা দিবস । এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলী

১৪৫৩ – উসমানীয়দের (অটোমান সাম্রাজ্য) কনস্টানটিনোপল জয়।

১৪৯৮ – ক্রিস্টোফার কলম্বাস তৃতীয় সমুদ্র যাত্রা শুরু করেন।

১৫৩৯ – স্বর্ণ অনুসন্ধানের জন্য হেরনান্দো দি সতো টম্পা সাগর উপকূলে উপনীত হন ৬০০ সৈন্যসহ।

১৬৩১ – ফ্রান্সের প্রথম সংবাদপত্র লা গ্যাজেট প্রকাশিত হয়।

১৮০৭ – মোস্তফা চতুর্থ কর্তৃক তুরস্কের সুলতান সেলিম তৃতীয় ক্ষমতাচ্যুত।

১৮৫৯ – ইংল্যান্ডের বিগ বেন ঘড়ি প্রথমবারের মতো বেজে উঠে।

১৮৯৯ – কলকাতার ঘরে ঘরে বৈদ্যুতিক সরবরাহ শুরু।

১৯১৩ – আলবেনিয়া নতুন রাষ্ট্রের মর্যাদা পায়।

১৯১৭ – প্রথম আলেকজান্ডার গ্রিসের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৯১৮ – প্রথম মহাযুদ্ধ চলাকালে ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মারনে নদীর কাছে জার্মান ও মিত্র বাহিনীর মধ্যে সংঘর্ষের সমাপ্তি ঘটে।

১৯১৯ – জালিনওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ নিজের হাতে নাইটহুড ত্যাগের অবিস্মরণীয় চিঠি লেখেন তৎকালীন বড়লাট চেমসফোর্ডকে।

১৯৫৩ – নিউজিল্যান্ডের হিলারি ও নেপালের তেনজিংয়ের এভারেস্ট শৃঙ্গ জয়।

১৯৫৪ – শেরেবাংলা ফজলুল হকের নেতৃত্বাধীন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল। পূর্ববাংলায় গভর্নর শাসন জারি।

১৯৬৭ – নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ বিয়াফ্রা (১৯৬৭-৭০) স্বাধীনতা ঘোষণা করে, এর ফলে গৃহযুদ্ধ শুরু হয়।

১৯৮১-বাংলাদেশে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী কিছু সেনার হাতে রাষ্টপ্রতি জিয়া নিহত,ব্যর্থ সেনা অভ্যুত্থান সংঘটিত।

১৯৯০ – বরিস ইয়েলৎসিন রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত।

১৯৯০ – কর্ণফুলী সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়।

১৯৯১ – ক্রোয়েশিয়ার স্বাধীনতা ঘোষণা।

১৯৯৬ – বেনজামিন নেতানিয়াহু ইজরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত।

১৯৯৭ – বাংলাদেশের তৎকালীন আওয়ামী লীগ সরকার কর্তৃক শুক্রবার-শনিবার দু’দিন সরকারি ছুটি ঘোষণা করে।

১৯৯৮ – আফগানিস্তানের উত্তরাঞ্চলে এক ভূমিকম্পে ৫০০০ লোক নিহত হয়।

১৯৯৯ – নাইজেরিয়ায় সামরিক শাসনের অবসান। ওলসেগুন ওবাসাঞ্জো ১৫ বছরের মধ্যে নাইজেরিয়ার প্রথম বেসামরিক প্রেসিডেন্ট নির্বাচিত।

জন্মদিন

১০১০সম্রাট রেনজং, চীনা সম্রাট (d. 1063)

১৪২৩জর্জ ভন পারবেচ, জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিদ (d. 1461)

১৪৬৪বারবারা অব ব্র্যান্ডেনবার্গ, বোহেমিয়ান রাণী (d. 1515)

১৫৯৯স্যামুয়েল বোচার্ট, ফরাসি প্রোটেস্টেন্ট বাইবেল পণ্ডিত (d. 1667)

১৮১৪ – মিখাইল বাকুনিন, বিখ্যাত রুশ বিপ্লবী এবং সম্মিলিত নৈরাজ্যবাদ তত্ত্বের প্রবক্তা। (মৃ. ১৮৭৬)

১৮৭৯ – কলিন ব্লাইদ, প্রথিতযশা ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। (মৃ. ১৯১৭)

১৮৯৫ – মরিস টেট, ইংলিশ ক্রিকেটার। (মৃ. ১৯৫৬)

১৮৯৯আরভিং থালবার্গ, মার্কিন চলচ্চিত্র প্রযোজক। (মৃ. ১৯৩৬)

১৯১৭ – মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি।

১৯২৮ – আনিয়েস ভারদা বেলজিয়ামে জন্মগ্রহণকারী ফরাসি চলচ্চিত্র পরিচালক, আলোকচিত্রী ও চিত্রশিল্পী। (মৃ. ২০১৯)

১৯৩৪ – অ্যালেক্সি লিওনভ, সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়ান নভোচারী।

১৯৪০ – জগমোহন ডালমিয়া, বিশিষ্ট ভারতীয় ক্রিকেট প্রশাসক ছিলেন। (মৃ. ২০১৫)

১৯৪৯ – বব উইলিস, ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। (মৃ. ২০১৯)

১৯৫০ – পরেশ রাওয়াল, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।

১৯৭৫ – ম্যারিসা ম্যায়ের, আমেরিকান ব্যবসায়িক নির্বাহী।

১৯৮০ – স্টিভেন জেরার্ড, ইংলিশ ফুটবলার।

১৯৯০ – আন্দ্রেই লোকতিয়োনোভ, রাশিয়ান আইস হকি খেলোয়াড়

১৯৯১ – জোনাথন ফক্স, ইংরেজ সাঁতারু

১৯৯২ – ড্যানিয়েল হেরাল্ড, ইংরেজ অভিনেতা

২০০১ – হীরা, মণি, মুক্তা বাংলাদেশের প্রথম ত্রয়ী টেস্টটিউব বেবী

মৃত্যুদিন

১৪৩১জোন অফ আর্ক, পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা এবং রূপকথাতুল্য এক নেত্রী।(জ.০৬/০১/১৪১২)

১৫৯৩ক্রিস্টোফার মার্লো, ইংরেজ নাট্যকার, কবি ও অনুবাদক। (জ. ১৫৬৪)

১৬০৬গুরু অর্জন, শিখধর্মের প্রথম শহিদ ও দশ জন শিখ গুরু মধ্যে পঞ্চম। (জ. ১৫৬৩)

১৭৪৪আলেকজান্ডার পোপ, অষ্টাদশ শতকের জনপ্রিয় ইংরেজ কবি। (জ.২১/০৫/১৬৮৮)

১৭৭৮ভলতেয়ার, ফরাসি লেখক ও দার্শনিক।(জ.২১/১১/১৬৯৪)

১৭৭৮ – ফ্রান্সের বিখ্যাত দার্শনিক ও লেখক ফ্রান্সোয়া মেরি আরোয়া।

১৯০৩ – সার্বিয়ার রাজা আলেকজান্ডার আর্বোনোভিচ।

১৯১২ – মার্কিন বিমান আবিষ্কারক উইলবার রাইট।

১৯৪১ – প্রজাধীপক, থাই রাজা। (জ. ১৮৯৩)

১৯৬০ – বরিস লেয়োনিদভিচ পাস্তের্নাক, রুশ সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি, ঔপন্যাসিক এবং অনুবাদক। (জ. ১৮৯০)

১৯৬৫ – লুই ইয়েল্ম্‌স্লেভ, ডেনীয় ভাষাবিজ্ঞানী

১৯৮১ – জিয়াউর রহমান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান এবং বীর উত্তম উপাধিপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। (জ. ১৯/০১/১৯৩৬)

১৯৮৪ – বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক শান্তা দেবী (নাগ)। (জ.১৮৯৩)

২০০৬ – রবার্ট স্টার্লিং, আমেরিকান অভিনেতা। (জ.১৯১৭)

২০১১ – রোজালিন ইয়ালো, আমেরিকান চিকিৎসাক, পদার্থবিদ এবং রেডিওইমিউনোঅ্যাসে। (জ. ১৯২১)

২০১২ – অ্যান্ড্রিউ ফিল্ডিং হ্যাক্সলি, ইংরেজ শারীরতত্ত্ববিদ এবং জীবপদার্থবিজ্ঞানী। (জ. ১৯১৭)

২০১৩ – ঋতুপর্ণ ঘোষ, ভারতীয় চলচ্চিত্র পরিচালক অভিনেতা লেখক ও গীতিকার ।(জ.৩১/০৮/১৯৬৩)

৩০ মে বিভিন্ন কারনে একটা বিশেষ তারিখ। এই তারিখে যে সকল দুর্ঘটনায় মানবের ক্ষতি সাধিত হয়েছে তার জন্য দুঃখ প্রকাশের পাশাপাশি যে সকল ঘটনায় মানব উপকৃত হয়েছে তার জন্য oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে সাধুবাদ রইল। আর এই ৩০ মে তারিখে যে সকল বিখ্যাত মানুষ মারা গেছেন তাদের পরিবারের প্রতি সমবেদনার পাশাপাশি যে সকল বিখ্যাত মানুষের জন্ম হয়েছে তাদের জন্য রইল oknews24bd.com (ওকে নিউজ টুয়েন্টিফোর বিডি.কম) এর পক্ষ থেকে শুভেচ্ছা।
সুত্র; বিশ্বকোষ, বাংলাপিডিয়া, উইকিপিডিয়া
সম্পাদনা- শেখ মোঃ ওবাইদুল কবির

আরো পড়ুন : বরখাস্ত এসআই আকসাদুদ সিআইডির গাড়ি ব্যবহার করে  ডাকাতি করত

আরো পড়ুন : আজ ২৯ মে; আজকের দিনে জন্ম-মৃত্যুসহ যত ঘটনা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *