গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের ৩ কোটি ৫ লাখ ৯৭ হাজার ৭৩৮ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব তৌহিদুল ইসলাম। বাজেটে আয় ধরা হয়েছে ৩ কোটি ৫ লাখ ৯৭ হাজার ৭৩৮ টাকার, ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২ লাখ ৩৫ হাজার ৫০ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ লাখ ৬২ হাজার ৬৮৮ টাকা।
গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জামালউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন সোলেমান মিঞা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহসিন আলী, গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুজ্জামান, হোগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার জাহান, চকপুস্তম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাঃ দুরুল হোদা, দোষিমনি গুচ্ছগ্রাম বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু বাক্কাকসহ ইউপি সদ্যরা। বাজেট ঘোষণা শেষে ইউনিয়ন নাগরিকদের বিভিন্ন প্রশ্নের দেন ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন।
আতিকুল ইসলাম আজ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন : মান্দায় ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ