গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে উপজেলা পর্যায়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। ভার্চুয়ালে মাধ্যমে প্রশিক্ষণটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।
১০টি বিশেষ উদ্যোগের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহমদ। কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, এনজিও ও ব্যবসায়ী প্রতিনিধিসহ মোট ৫০ জন অংশগ্রহণ করেন।
উল্লেখ্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেস ইনোভেশন ইউনিটের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।
আতিকুল ইসলাম আজ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত