গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টর রহনপুর পৌরসভা পর্যায়ের দুটি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আহমদী বেগম (এবি) সরকারী ফুটবল মাঠে ফাইনাল খেলা দুটি অনুষ্ঠিত হয়। বঙ্গমাতা বালিকা পর্যায়ের খেলায় বেগুণবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয বনাম পিড়াশন সরকারী প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। দ্বিতীয় খেলায় বঙ্গবন্ধু বালক পর্যায়ের রহনপুর ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় অংশ গ্রহন করেন।
প্রথম খেলায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব বালিকা পর্যায়ের খেলায় পীড়াসন সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইব্রেকারে ৩-০ গোলে বেগুনবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পৌরসভা পর্যায়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। পীড়াশন দলের শামসুন্নাহার ইতি খাতুন টুর্নামেন্টের সেরা ও ফাইনাল খেলার ম্যান অব দ্য মাচ নির্বাচিত হন।
অপর বঙ্গবন্ধু শেখ মুজিব বালক পর্যায়ের খেলায় রহনপুর ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে প্রসাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হয়েছে প্রসাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফাহিম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন প্রধান অতিথি থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আকতার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির বিশ্বাস, ক্রীড়ানুরাগী আফতাব উদ্দিন লালান সহ অনেকে।
উল্লেখ্য গত ৫ জুন থেকে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে রহনপুর পৌরসভা পর্যায়ের ১৩ টি প্রতিষ্ঠানের ফুটবল দল বালকবালিকা পর্যায়ে অংশ নেয়।
আতিকুল ইসলাম আজম, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)
আরো পড়ুন : মান্দায় প্রধানমন্ত্রীর উদ্ভাবনী ১০ বিষয় নিয়ে কর্মশালা অনুষ্টিত