কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের স্ত্রী মেহেরুননেছা বাহার বলেছেন, এমপি বাহার কুমিল্লার অভিভাবক, তিনি তার বাড়ি ছেড়ে কোথায় যাবেন? এ ছাড়াও তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। আমাদের তো মনে হয়, ইসির এমন চিঠি দেওয়া উচিত হয়নি।
মঙ্গলবার রাতে নগরীর কান্দিরপাড়ে কুমিল্লা ক্লাবে এসব কথা বলেন তিনি।
কুমিল্লা ক্লাবে মঙ্গলবার সাংবাদিকদের ডেকেছিলেন এমপি বাহাউদ্দিন বাহার। খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা সেখানে ছুটে যান। তবে সেখানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তার স্ত্রী মেহেরুননেছা বাহার। সংসদ সদস্য বাহাউদ্দিন বাহার সেখানে থাকার কথা থাকলেও পরে জানানো হয় তিনি আসবেন না।
বাহাউদ্দিন বাহারের স্ত্রী বলেন, এমপি বাহার কুমিল্লার অভিভাবক। তিনি একজন জনপ্রতিনিধি। তিনি তার বাড়ি ছেড়ে কোথায় যাবেন। এ ছাড়াও তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি। তিনি মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে যাবেন না? এগুলো কেমন কথা! আমাদের তো মনে হয়, ইসির এমন চিঠি দেওয়া উচিত হয়নি। এটি প্রশ্নবিদ্ধ একটি চিঠি। তিনি কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি। নৌকার প্রচারণায় মাঠে নামেনি।
গত বুধবার নির্বাচন কমিশন সচিবালয় সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিনকে এলাকা ত্যাগ করার জন্য চিঠি দেয়। এরপর বাহাউদ্দিন নগরের মুন্সেফ বাড়ি এলাকার নিজ বাসভবন, রামঘাট মহানগর আওয়ামী লীগ অফিস ও কুমিল্লা ক্লাবে নিজের কাজ করেন। বাহাউদ্দিনের দাবি, তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন না। কোনো ধরনের নির্বাচনী প্রচারণায় অংশ নেননি। নির্বাচন ছাড়াও তার আরও কাজ আছে।
এদিকে বাহাউদ্দিন বাহার না আসার কারণ সম্পর্কে মেহেরুননেছা সাংবাদিকদের বলেন, আপনাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে চেয়েছিলেন আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি সাহেব। এজন্য সবাইকে কুমিল্লা ক্লাবে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। পরে তিনি চিন্তা করেছেন নির্বাচনের বিষয়টি। কারণ এখন পর্যন্ত তিনি নির্বাচনী সব কাজ থেকে নিজেকে বিরত রেখেছেন। কারণ তিনি নিজে চান না আচরণবিধি লঙ্ঘন করতে। এ জন্য এখানে আসেননি।
আরো পড়ুন : আজ কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের মধ্যদিয়ে নতুন ইসির প্রথম চ্যালেঞ্জ