বন্যার কারণে বন্ধ হতে যাচ্ছে সিলেটের সঙ্গে সারাদেশ ও বিদেশের বিমান যোগাযোগ

আন্তর্জাতিক জনদুর্ভোগ জাতীয় প্রচ্ছদ ভ্রমণ

বন্যার পানি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি চলে এসেছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশ ও বিদেশের বিমান যোগাযোগ বন্ধ হতে যাচ্ছে।

আজ শুক্রবার (১৭ জুন) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রতিদিনের মতোই আমাদের ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ ও বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। কিন্তু রানওয়ের কাছাকাছি বন্যার পানি চলে আসায় এখন থেকে আর কোনো ফ্লাইটের অবতরণ কিংবা উড্ডয়ন সম্ভব হবে না বলে মনে হচ্ছে। অফিসিয়ালি ফ্লাইট বন্ধের ঘোষণা চলে আসবে।

আরো পড়ুন : মহানবী(সা:) বিতর্কে প্রতিক্রিয়ায় আমেরিকার নিন্দা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *