মোঃ ইব্রাহীম খন্দকার কালীগন্জ (গাজীপুর): গাজীপুরের কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দৈনিক বাংলা ভুমি প্রএিকার স্টাফ রিপোর্টার স্টাফ রিপোর্টার মো. ইব্রাহিম খন্দকারকে সভাপতি ও দৈনিক জবাবদিহি পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রফিককে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদের নাম ঘোষণা করেন।
বুধবার বিকালে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মু. মাহমুদুল হাসান সাইদুর ১৭ সদস্যের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন।
উল্লেখ্য, কালীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল অনুযায়ী গত ৪ জুন বিকাল ৫ ঘটিকা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের শেষ সময়ে বিভিন্ন পদে মোট ১৬টি মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। গত ৬ জুন ২০২২ইং বিকাল ৫ ঘটিকায় নির্বাচন কমিশন মনোনয়নপত্র যাচাই বাছাই করে সবগুলি সঠিক পান এবং কোন পদেই একাধিক প্রার্থী না থাকায় ৮ জুন বুধবার তাদের বিনা প্রতিদ্বন্ধিতায় বিজয়ী ঘোষণা করেন। অন্যান্য পদে বিজয়ী হলেন , দৈনিক সিটিজেন টাইম্স পত্রিকার প্রতিনিধি মুহাম্মদ শফিকুল কবির সিনিয়র সহ-সভাপতি, দৈনিক রুপবানীর প্রতিনিধি মো. মাহাবুবুল আলম মারুফ সহ-সভাপতি, দৈনিক প্রথম সূর্যোদয় প্রতিনিধি মো. মুক্তাদির হোসেন যুগ্ন-সম্পাদক, দৈনিক জন সংবাদ প্রতিনিধি মো. সাজ্জাত সহ-সাধারণ সম্পাদক, নগর টিভি জেলা প্রতিনিধি মো. আক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক, পল্লী বাংলা টিভি ষ্টাফ রিপোর্টার মো. আরাফাত খন্দকার সহ-সাংগঠনিক সম্পাদক, দৈনিক আজকের বসুন্ধরা প্রতিনিধি নুর মোহাম্মদ শেখ কাজল অর্থ সম্পাদক, দৈনিক একুশে নিউজ প্রতিনিধি এসএম মাসুদ দপ্তর সম্পাদক, দৈনিক বাংলাদেশ সমাচার গাজীপুর প্রতিনিধি মো. রায়হান মাহমুদ প্রচার সম্পাদক, দৈনিক নাগরীক ভাবনা প্রতিনিধি মো. শাহ্ নেওয়াজ ক্রীড়া সম্পাদক, দৈনিক জনতা প্রতিনিধি মো. আজিজুর রহমান, সাপ্তাহিক কওম পত্রিকার প্রতিনিধি মো. মাহবুবুর রহমান ও দৈনিক বাংলাদেশ বার্তা প্রতিনিধি মো. রতন আকন্দকে নির্বাহী সদস্য এবং দৈনিক দেশ সেবা প্রতিনিধি মো. মারুফ হাসান ও দৈনিক বাংলা ভূমি প্রতিনিধি মো. আজগর হোসেন পাঠান সদস্য।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে এই নির্বাচনে দায়িত্ব পালন করেন মোঃ মাহমুদুল হাসান সহকারী অধ্যাপক সরকারি কালীগন্জ শ্রমিক কলেজ, সহকারী নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন মোসাঃ হালিমা আক্তার সিনিয়র শিক্ষক কালিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মোঃ মঞ্জুর হোসেন নিকাহ রেজিস্ট্রার কালীগঞ্জ পৌরসভা।
আরো পড়ুন : সুইস ব্যাংকের কাছ থেকে ৬৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অর্থ পাচারের তথ্য পেয়েছে বিএফআইইউ