মান্দায় (নওগা)ঁ সংবাদদাতাঃ- নওগাঁর মান্দায় নির্মাণাধীন দোকানঘর ভাংচুরের নামে যে সংবাদ প্রকাশিতসহ হয়রানি মূলক মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগির পরিবার। আজ বুধবার (২২ জুন) বেলা ১১ টায় নিজ বাড়ির উঠানে সংবাদ সম্মেলন করে এই দাবি করেন তারা, সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নজরুল ইসলাম, কাউসার, ফাহিমা ও সাঈদাতুন্নেছা। লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, উপজেলার গণেশপুর ইউনিয়নের কামরুজ্জামান , রফিকুল ইসলাম ও আবু রায়হান দিনার মিরপুর মৌজার ৩০৩ খতিয়ানের ১০৩২/১০৩৩ দাগের ৩৩ শতাংশ পৈত্রিক সূত্রে পাওয়া জমির উপর জোরপূর্বক দোকানঘর নির্মাণাধীন করা কালে বাধা দেওয়াই, ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলাসহ সাংবাদিকে ভুল তথ্য দিয়ে জাতীয় ও আঞ্চলিক ও অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশ করায়, এই সংবাদের ও মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই এই সংবাদ সম্মেলনের মাধ্যমে ।
মোঃ হাবিবুর রহমান, মান্দায় (নওগা)
আরো পড়ুন : মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগের পাহাড়