পদ্মা সেতুর দৈর্ঘ্য: ৬.১৫ কিলোমিটার
পদ্মা সেতুতে পিয়ার সংখ্যা: ৪২টি
পদ্মা সেতুতে পাইল সংখ্যা: ২৯৪টি
ল্যাম্পপোস্ট: মূল সেতুতে ৩২৮টি, ভায়াডাক্টে ৮৭ টি।
পদ্মা সেতুতে সড়ক পথ: চার লেইন, চাওড়া ২১ মিটার।
পদ্মা সেতুতে রেলপথ: সিংগেল ট্রাক ডুয়েল গেজ।
সেতুর পাইলিংয়ের সর্বোচ্চ গভীরতা: ৪১১.৫০ ফুট (১২৫.৪৬ মিটার)।
পদ্মা সেতুর ধরন: দ্বিতলবিশিষ্ট (ওপরে যানবাহন চলাচলের পথ এবং নিচে রেলপথ)।
পদ্মা সেতু প্রকল্পে কাজ করেছে: একসঙ্গে সর্বোচ্চ পাঁচ হাজার মানুষ।
পদ্মা সেতুতে মোট ব্যয় হয়েছে: ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং নকশা করেছে আমেরিকার বিখ্যাত প্রতিষ্ঠান এইসিওএম (AECOM)।
মূল পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০১৪ সালের ২৬ নভেম্বর। সে হিসাবে পুরো সেতু নির্মাণে সময় লেগেছে মোট ২ হাজার ৭৬৮ দিন।
পদ্মা সেতুর বিশদ নকশা করা হয় হংকংয়ে। এতে নেতৃত্ব দেন ব্রিটিশ নাগরিক রবিন শ্যাম।
পদ্মা সেতুর নকশা প্রণয়নে ব্যবস্থাপক ছিলেন অস্ট্রেলিয়ার কেন হুইটলার।
পদ্মা সেতুর নির্মাণকাজের তদারকির নেতৃত্ব দেন নিউজিল্যান্ডের নাগরিক রবার্ট জন এভস।
পদ্মা সেতুতে ১০টি দেশের বিপুল উপকরণ ব্যবহার করা হয়।
পদ্মা সেতু উদ্বোধন হবে ২০২২ সালের ২৫ জুন।
আরো পড়ুন : ইউটিউবে প্রায় ৮০ লাখ কনটেন্ট তৈরি হয়েছে পদ্মা সেতু নিয়ে