পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভারত। শুক্রবার ঢাকার ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মা সেতু প্রকল্প সফলভাবে শেষ হওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত ও দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের সাক্ষ্য দেয়। এ প্রকল্প একাই সামনে এগিয়ে নিতে বাংলাদেশের সিদ্ধান্তকে অবিচলভাবে সমর্থন করে এসেছে ভারত।
পদ্মা সেতু ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় ও উপ–আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সেতুটি শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থাই উন্নত করবে না, পাশাপাশি ভারত ও বাংলাদেশের মধ্যকার সাধারণ অঞ্চলগুলো যুক্ত করতে প্রয়োজনীয় লজিস্টিক সমর্থন দেবে এবং ব্যবসায় গতি আনবে।
এর আগে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের প্রতি অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। বাংলাদেশের উন্নয়নযাত্রায় পদ্মা সেতুর উদ্বোধন একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত বলে অভিহিত করেন তিনি।
শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। সকাল ১০টায় সেতুর মাওয়া প্রান্তে প্রথমে সুধী সমাবেশে অংশ নেবেন তিনি। এরপর টোল দিয়ে সেতুতে উঠে সেখানে থাকা উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। পরে গাড়িতে করে সেতু পার হয়ে জাজিরায় আরেকটি ফলক উন্মোচন করবেন তিনি।
আরো পড়ুন : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছে পুলিশ