প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে লাঞ্চ বিরতিতে গিয়েছিল বাংলাদেশ। শুরুতে ফিরেছিলেন মাহমুদুল জয়। এরপর ধৈর্য্য হারিয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। কিন্তু লাঞ্চের পরই ফিরে গেছেন নাজমুল শান্ত, এনামুল হক ও অধিনায়ক সাকিব আল হাসান।
সেন্ট লুসিয়া টেস্টে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রান তুলেছে। ক্রিজে থাকা লিটন ১৭ ও তার সঙ্গী নুরুল হাসান ৭ রান করেছেন।
এর আগে ওপেনার জয় ফিরে যান ১০ রান করে। তামিমের সঙ্গে ৪১ রানের জুটি হয় তার। সাবলীল ব্যাটিং করা তামিম আউট হন ৬৭ বলে নয় চারে ৪৬ রান করে। আশা দেখাচ্ছিলেন শান্ত ও এনামুল। কিন্তু তিনে নামা শান্ত ৭৩ বল খেলে ২৬ রান করে সাজঘরে ফেরেন। তার আগের ওভারে এনামুল আউট হন ৩৩ বলে ২৩ করে। সাকিব ফিরে যান ৮ রান করে।
দ্বিতীয় টেস্টের একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। টানা অফ ফর্মের কারণে বাদ পড়েছেন সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হক। তার জায়গায় খেলছেন এনামুল। ৮ বছর পর সাদা পোশাকে ফিরলেন তিনি। বিশ্রাম দেওয়া হয়েছে মুস্তাফিজুর রহমানকে। তার পরিবর্তে খেলছেন শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল জয়, নাজমুল শান্ত, এনামুল হক, সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী মিরাজ, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও শরিফুল ইসলাম।
উইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েইট, জন ক্যাম্পবেল, রেমন রেইফার, এনক্রুমাহ বোনার, জারমেইন ব্ল্যাকউড, কাইল মায়ার্স, জশুয়া সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, জেইডেন সিলস ও অ্যান্ডারসন ফিলিপ।
আরো পড়ুন : জেনে নিন কিভাবে যেতে হবে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে