ভোলাহাটে বিনা মূল্যে ৫শ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

কৃষি প্রচ্ছদ

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ ভোলাহাটে চলতি মৌসুমে কৃষি প্রানোদণার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। ৪ জুলাই সোমবার সাড়ে ১০ টার দিকে কৃষি অধিদপ্তরের আয়োজনে কৃষি অধিদপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রাব্বুল হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে ৪’শ কৃষককে আমন ধানের বীজ ও সার । ১’শ কৃষককে পেঁয়াজের বীজসহ রাসায়নিক সার দেওয়া হয়।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরিবুল্লা দবির। কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আমন ধান ও গ্রীষ্মকালীন পেঁয়াজের চাষ আবাদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা সহায়তা দেওয়া হয়। এর মধ্যে আমন চাষের জন্য একজন কৃষককে দেয়া হয় ৫ কেজি ধানের বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার। অন্যদিকে পেঁয়াজ চাষের জন্য একজন কৃষক দেয়া হয় ১ কেজি বীজ এবং ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার।

গোলাম কবির- ভোলাহাট ( চাঁপাইনবাবগঞ্জ)

আরো পড়ুন : গোমস্তাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ পুরস্কার বিতরন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *