গাজীপুর জেলা ছাত্রলীগের অনৈতিক সিদ্ধান্তের প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

প্রচ্ছদ রাজনীতি শিক্ষা হ্যালোআড্ডা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি // গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা আওয়ামী ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার প্রতিবাদে বুধবার বিক্ষোভ মিছল অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ বুধবার সকাল ১১ টায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন কালীগঞ্জ উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়, উপজেলা পরিষদে ছাত্রলীগের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, ০৫ জুলাই গাজীপুর জেলা ছাত্রলীগ অনৈতিকভাবে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করে। আমরা অগণতান্ত্রিক ও অসাংগঠনিকভাবে নেওয়া এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। তবে এর মাধ্যমে ছাত্রলীগের নেতা-কর্মীদের মাঝে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।’

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, কালিগঞ্জ পৌর আওয়ামী সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ টিপু, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আমির খন্দকার, কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি মোঃ বাদল মিয়া, সাধারণ সম্পাদক আশরাফী রেজাউর রহমান খোকন,কালীগঞ্জ উপজেলা আওয়ামী ছাত্র লীগের সভাপতি মোঃ তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি এম আই লিখন, সাধারণ সম্পাদক, ওয়াসিম মোল্লা,কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকিব সাদমান আলভি সহ ছাত্রলীগের সকল ইউনিয়ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন আমরা গাজীপুর জেলা ছাত্রলীগের এমন অনৈতিক ও সাংগঠনিক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি একই সাথে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি যদি আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার না করা হয় তাহলে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগ এবং কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন আমরা কঠোর অবস্থানের সিদ্ধান্ত নিব।

মোঃ ইব্রাহীম খন্দকার, কালীগঞ্জ ( গাজীপুর)

আরো পড়ুন : ঈদুল আযহার ৮ দিনব্যাপি আয়োজনে নতুন ৭ চলচ্চিত্র, ১৫ নাটক, ১৩ টেলিফিল্ম কৃষকের ঈদ আনন্দ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *