ব্রিটিশ মন্ত্রিপরিষদ সদস্যদের দুটি দল প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দেখা করতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে রয়েছেন বলে মনে করা হচ্ছে।
প্রধানমন্ত্রী কর্তৃক মঙ্গলবারই নতুন চ্যান্সেলর (অর্থমন্ত্রী) হিসাবে নিযুক্ত নাদিম জাহাবিও জনসনকে পদত্যাগ করতে বলার জন্য বিদ্রোহীদের সঙ্গে উপস্থিত ছিলেন। সেখানে আরো রয়েছেন মন্ত্রী গ্র্যান্ট শ্যাপস, মাইকেল গোভ এবং কোয়াসি কোয়ার্টেং। তারা সবাই বরিস জনসনকে পদত্যাগ করতে বলবেন।
ব্র্যান্ডন লুইসসহ আরো কেউ কেউ সেখানে যোগ দিতে পারেন। লুইস উত্তর আয়ারল্যান্ড থেকে লন্ডনের ফ্লাইটে রয়েছেন। রাজধানী পৌঁছেই তিনি প্রধানমন্ত্রীর দপ্তরে হাজির হবেন বলে জানা গেছে।
সাজিদ জাভিদ এবং রিশি সুনাকসহ মঙ্গলবার থেকে সরকারের অন্তত ৩৮ জন মন্ত্রী ও জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। অব্যাহত বিদ্রোহের মুখে বরিস জনসন নেহাতই নিঃসঙ্গ হয়ে পড়েছেন বলে মনে করা হচ্ছে। তবে তিনি সরকার চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পররাষ্ট্রমন্ত্রী লিজ স্ট্রাসসহ ক্যাবিনেট সদস্যদের বেশিরভাগই বুধবার পর্যন্ত তার নেতৃত্বে আস্থা প্রকাশ করে এসেছেন। সূত্র: বিবিসি
আরো পড়ুন : ছাত্রলীগের পদ বিক্রির অভিযোগ দলীয় ফোরামে আলোচনা করে খতিয়ে দেখা হবে