স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও বাঁধা দিয়েছিল বৃষ্টি। তবে প্রায় আধা ঘন্টা দেরিতে হলেও শুরু হতে যাচ্ছে ম্যাচটি। এরই মধ্যে হয়ে টসও হয়ে গেল, টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলপতি মাহমুদ উল্লাহ রিয়াদ।
বাংলাদেশের একাদশে আজ এসেছে একটি পরিবর্তন।
তাসকিন আহমেদের জায়গায় দিলে ঢুকেছেন নাসুম আহমেদ। ক্যারিবীয় দলেও এসেছে একটি পরিবর্তন। কিমো পলের পরিবর্তে নেওয়া হয়েছে ডমিনিক ড্রেকসকে।
দুদলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টিতেও হানা দিয়েছিল বৃষ্টি, শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যাক্ত হয়। দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ক্যারিবীয়রা। সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের।
দুদলের আজকের একাদশ
বাংলাদেশ : মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ : নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল (সহ-অধিনায়ক), শামার ব্রুকস, আকিল হোসেন, ব্রান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেড ম্যাককয়, রোমারিও শেফার্ড, ওডিন স্মিথ, ডমিনিক ড্রেকস, হেইডেন ওয়ালশ জুনিয়র।
আরো পড়ুন : নওগাঁর রাণীনগরে পৃথক ঘটনায় ৫জন গ্রেপ্তার মাদক উদ্ধার