ক্রিকেট দুনিয়ায় বাংলাদেশের ‘বন্ধু’ হিসেবে পরিচিত জিম্বাবুয়ে। কয়দিন আগেই সেই বন্ধুদের দেশে গিয়ে টি-টোয়েন্টি সিরিজ হেরে এসেছে টাইগাররা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সেই পুরনো বন্ধু জিম্বাবুয়েকেই প্রতিপক্ষ হিসেবে পেল সাকিব আল হাসানের দল। আজ শুক্রবার প্রথম রাউন্ডের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে উঠেছে জিম্বাবুয়ে।
প্রথম রাউন্ড শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের সব প্রতিপক্ষ নিশ্চিত হয়ে গেল। ২৪ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ‘এ’ গ্রুপের রানার্সআপ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৭ অক্টোবর টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৩০ অক্টোবর প্রতিপক্ষ ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন জিম্বাবুয়ে। এরপর ২ নভেম্বর ভারত এবং ৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে খেলবে সাকিব আল হাসানের দল।
উল্লেখ্য, হোবার্টে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটে ১৩২ রান সংগ্রহ করে স্কটল্যান্ড। এরপর ক্রেইগ আরভিন আর সিকান্দার রাজার ব্যাটিং তাণ্ডবে ৯ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জিতে যায় জিম্বাবুয়ে। অল-রাউন্ড পারফর্মেন্সে ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা। বল হাতে ১ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেছেন ২৩ বলে ৪০ রানের বিধ্বংসী ইনিংস। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনও ৫৪ বলে ৫৮ রানের ইনিংস খেলেন। ৯ বল হাতে রেখেই জিতে যায় জিম্বাবুয়ে।
আরো পড়ুন : মেসির সাক্ষাৎকার নিতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না সাংবাদিক!