শ্রমিক নেতা মোখলেছুর রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবীতে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক ফেডারেশন রেজিঃ নম্বর বি -১৭২৪ এর কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্শত মুক্তির দাবীতে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নম্বর ৪১৫ গোবিন্দগঞ্জের থানা মোড়ে এক মানববন্ধন কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ করেছে। আজ সোমবার বেলা ১১টায় ঢাকা- রংপুর মহাসড়কের চৌমাথা এলাকায় এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হারুন-অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল মালেক শাহিন, কার্যকারি সভাপতি বিশ^জিত কুমার মহোন্ত বিশু। বক্তারা অবিলম্বে কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্শত মুক্তি দাবী জানান।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রতিষ্টার ৫০বছর সূবর্ণজয়ন্তী অনুষ্ঠান পালিত
৩১ অক্টোবর ২০২২ইং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫০ বছর পূর্তি ও সূবর্ণজয়ন্তী উপলক্ষে জাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সোমবার দুপুর ১২টায় স্থানীয় শহীদ মিনার চত্ত¡রের দর্জি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা,কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও নাগরিক কমিটির আহবায়ক এম এ মতিন মোল্লা, জাসদ সহ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক,সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, গোবিন্দগঞ্জ পৌর সভাপতি আফজাল হোসেন দুলাল প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন জাসদ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মাবুদ লিটন।
বক্তারা সুশাসন প্রতিষ্টা,দ্রব্য মূল্যের উর্ধ্বগতি প্রতিরোধ সহ বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সমাজতান্ত্রিক আন্দোলন জোরদার করার জন্য জাসদের পতাকাতলে সমবেত হওয়ার জন্য আহ্বান জানানো হয়।
গোবিন্দগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে আলোচনা সভা
গোবিন্দগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় গোবন্দগঞ্জ উপজেলা পরিষদের সভা কক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী শাহ আলী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বোরজাহান আলী। এর আগে একটি র্যালী শহরের গুরুতপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
ফারুক হোসেন, গাইবান্ধা।
আরো পড়ুন : গাইবান্ধায় ১২৫ গ্রাম হেরোইনসহ র্যাবের হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার