সম্মিলিত সাংবাদিক পরিষদ – এসএসপি’র কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক দিন প্রতিদিন পত্রিকার সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাদ্দামের পিতা, দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সভাপতি মোঃ হারুন অর রশিদ গত ২৮ অক্টোবর ইন্তেকাল করেন। ৫ নভেম্বর, শনিবার, এসএসপি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে তার রুহের মাগফিরাত কামনায়, ৫৫/বি, নোয়াখালী টাওয়ারে কেন্দ্রীয় কার্যালয় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত দোয়া ও মোনাজাতে কেন্দ্রীয় সহ-সভাপতি শেখ মোঃ ওবাইদুল কবির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল , সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম ফারুক মজনু, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম , যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম জামান, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) রিতা আক্তার রিয়া, মহানগরের সদস্য সচিব জাকির হোসেন, সদস্য মল্লিক জামাল হোসেন এবং দৈনিক দিন প্রতিদিন পত্রিকার ৬ সদস্যের প্রতিনিধি দল সহ অনেকে ।
আরো পড়ুন : গায়ক আকবর আইসিইউতে, অবস্থা সংকটাপন্ন