রামপুরা থেকে নিখোঁজের তিন দিন পর বুয়েট শিক্ষার্থীর মরদেহ মিলল শীতলক্ষ্যায়

জনদুর্ভোগ জাতীয় পুরুষ প্রচ্ছদ শিক্ষা হ্যালোআড্ডা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ফারদিন নূর পরশ নামে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের বনানীঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে দেলপাড়া কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকার কাজী নুরুদ্দীন রানার ছেলে। তবে তারা বর্তমানে ঢাকার ডেমরার শান্তিবাগ কোনাপাড়া এলাকায় বসবাস করেন।

স্বজনরা জানান, গত ৪ নভেম্বর থেকে সে নিখোঁজ ছিল। পরে ৫ নভেম্বর নিহতের বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে। তারা রামপুরা এলাকার সিসিটিভি ফুটেজে দেখতে পান ফারদিন রিকশা থেকে এক নারীকে নামিয়ে দিয়ে পুনরায় রামপুরার দিকে যায়। তারপর থেকে সে নিখোঁজ থাকে।

নারায়ণগঞ্জ নৌ-থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

আরো পড়ুন : বাগেরহাটে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *