গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের রহনপুর শিল্প ও বণিক সমিতি কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেগমকাচারী প্রাঙ্গণে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ওইদিন রাতে ভোট গননা শেষে ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন সমিতির নির্বাচন উপকমিটির আহবায়ক আজিজুর রহমান।
সভাপতি পদে মাসুদ রানা চশমা প্রতীকে (১৩১৩) ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রার্থী মোঃ আশরাফুল ছাতা প্রতীকে পেয়েছেন (১২৫৪) ভোট। সহসভাপতি পদে শাহা আলম কাপপিরিচ প্রতীকে (১৬৩১) ভোট ও হালিম আলী সাইকেল প্রতীকে (১২৯৭) ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁদের নিকটতম প্রার্থী সাহাদাত উল্লাহ দেওয়াল ঘড়ি প্রতীকে (১২৭৯) ভোট পেয়েছেন। সদস্য পদে যারা ইসমাইল হোসেন তারা (টিউবওয়েল), সাইদুল ইসলাম (হরিন),আব্দুল মান্নান (মাছ),সোহেল আলী (মই), আনোয়ার পারভেজ শাওন (ফুটবল), মির্জা হাসনাউল হাসান ডাবলু (ডালিম) প্রতীকে জয়লাভ করেছেন।
উল্লেখ্য রহনপুর শিল্প ও বণিক সমিতির কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে বিভিন্ন পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এরমধ্যে ৯জন জয়ী হয়েছেন। সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৯৯৯ জন।
আতিকুল ইসলাম আজম
আরো পড়ুন : তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে আইন শক্তিশালীকরণ জরুরি