কৃষি ও খাদ্য নিশ্চয়তা নিরাপত্তা নিশ্চিত করতে কৃষকের অধিকার আদায়ে মাঠে নেমেছে বিএনপি

কৃষি প্রচ্ছদ রাজনীতি

বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল বলেছেন, বাংলাদেশের কোটি কোটি কৃষক নিজেদের অধিকার নিশ্চিত করতে চায়। গণতন্ত্র ফেরত চায়। কৃষি ও খাদ্য নিশ্চয়তা নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কৃষকের। আর কৃষকের অধিকার আদায়ে মাঠে নেমেছে বিএনপি।

তিনি বলেন, এই সরকারের আমলে কৃষকদের সার, কীটনাশক পাচ্ছেন না। অথচ জনগণ ঠিকই পণ্য নিচ্ছে। আর আমদানির ক্ষেত্রে যে দাম নির্ধারণ করে কৃষক সে দামও পাচ্ছে না। কৃষকদের অধিকার সুনিশ্চিত হয় না। এই অন্যায়ের বিরুদ্ধে বিএনপি সমবেত হয়েছে।

শুক্রবার রাজধানীর নয়াপল্টনের কৃষক দলের সমাবেশে তাবিথ আউয়াল এসব কথা বলেন। জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এই কৃষক সমাবেশ হয়। ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে কৃষক দলের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেন।

তাবিথ বলেন, সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা আজকে সমবেত হয়েছি। এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছি। সবাই আমরা এক থেকে আগামী ১০ ডিসেম্বরের জন্য প্রস্তুত হই। আগামী-দিন বাংলাদেশের। আগামী দিন বিএনপির, আগামী দিন খালেদা জিয়ার।

আরো পড়ুন : বাংলাদেশ সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনবদ্য অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *