বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বিরামপুর মুক্তিযোদ্ধা সংসদ ও বিরামপুর প্রেসক্লাবের আয়োজনে ৬ ডিসেম্বর ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের এই দিনে হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত পায় বিরামপুর উপজেলাটি। এ লক্ষ্যে মুক্তিযোদ্ধা শহীদদের স্মরণে বিরামপুর মুক্ত দিবস লক্ষ্যে আলোচনা সভা দোয়া ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এক আলোচনা সভায় বিরামপুরের প্রবীণ রাজনীতিবিদ ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মাওলা বক্সের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ভারপ্রাপ্ত পরিমল কুমার সরকার, ও বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত,বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ, বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার এন্তাজ আলী কামাল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোর্শেদ মানিক এছাড়াও সাংবাদিক মাহমুদুল হক মানিকের সঞ্চালনায় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার কর্মী ও পেশাজীবী পরিষদের নেতৃবৃন্দের বক্তব্য রাখেন।
জাহিনুর ইসলাম
বিরামপুর, দিনাজপুর
আরো পড়ুন : ৭ ডিসেম্বর ২০২২, বুধবার চ্যানেল আইতে দেখবেন