বিএনপি নেতা–কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রদলের ঝটিকা মিছিল

ক্রাইম নিউজ প্রচ্ছদ রাজনীতি

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে ঝটিকা মিছিল থেকে একটি পিকআপ ভ্যানে আগুন এবং দুটি প্রাইভেট কারে ইটপাটকেল ছোড়ার অভিযোগ উঠেছে। বুধবার রাত ১০টার দিকে নগরের কোতোয়ালি থানার আলমার সিনেমা হলের সামনে সড়কে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে ছাত্রদলের নেতা–কর্মীরা এ ঘটনায় জড়িত। তবে ছাত্রদল অস্বীকার করছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহতের ঘটনা এবং বিএনপি নেতা–কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি আলমাস সিনেমা হলের সামনের সড়ক দিয়ে যাওয়ার সময় পেছনে থাকা কয়েকজন দুটি প্রাইভেট কারে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে গাড়ি দুটির কাচ ভেঙে যায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেওয়া হয়।

জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি জাহিদুল কবির রাতে প্রথম আলোকে বলেন, ‘ছাত্রদলের বের করা ঝটিকা মিছিল থেকে দুটি প্রাইভেট কারে ইটপাটকেল ছোড়া হয়। গাড়ি দুটির মালিক থানায় এসে অভিযোগ করেছেন। একটি পিকআপ ভ্যানে আগুন লাগার খবর পুলিশ শুনেছে। তবে মালিককে খুঁজে পাওয়া যায়নি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।’

তবে এ অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম প্রথম আলোকে বলেন, ‘নয়াপল্টনে বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদে ছাত্রদলের কিছু কর্মী মিছিল বের করে। কিন্তু কেউ কোনো গাড়িতে আগুন কিংবা ইটপাটকেল ছুড়ে মারেনি। শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে আমরা বিশ্বাসী।’

আরো পড়ুন : গোমস্তাপুরে কৃষি প্রণোদনার উচ্চ ফলনশীল জাতের ধানের বীজ পেলেন ৮৫০০ জন

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *