বান্দরবান প্রতিনিধি: জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ বলেছেন, পল্লীবন্ধু এরশাদ পল্লী এলাকার মানুষের উন্নয়নে কাজ করেছেন বলেই গ্রাম বাংলার মানুষ তাকে এখনো ভালোবাসে।
বিদিশা বলেন, এরশাদের প্রতি মানুষের ভালোবাসাকে জাগ্রত করে সরকার পরিচালনায় যেতে হলে জাতীয় পার্টির সকল ত্যাগী নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে জেলা জাতীয় পার্টির (পুনর্গঠন প্রক্রিয়া) কর্মী সম্মেলনে সাবেক সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা এরশাদ প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন। সংগঠনের বান্দরবান জেলা শাখার আহবায়ক কাজী নাছিরুল আলম এতে সভাপতিত্ব করেন।
বিদিশা বলেন, জাতীয় পার্টি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে। গরিব মেহনতি মানুষকে এরশাদ আমলেই যথাযথ সম্মান দিয়েছে। উপজেলার ব্যবস্থা, রাষ্ট্রধর্ম ইসলাম, শুক্রবারে সাপ্তাহিক ছুটিসহ রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপক উন্নয়ন হয়েছে।
জাতীয় পার্টির কো চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, যুগ্ম মহাসচিব মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সামসুল আলম, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নাফিজ মাহবুব, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক মো. মোরশেদ সিদ্দিকী, নড়াইল জাতীয় পার্টির আহ্বায়ক বদরুল ইসলামসহ রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা এতে উপস্থিত ছিলেন।
বিদিশা অভিযোগ করেন, এরশাদ আমলে যোগাযোগ ও অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে, তা এখনো স্পষ্ট। কিন্তু দুঃখজনকভাবে এসব উন্নয়ন কাজের ফলকে এরশাদ সাহেবের নাম মুছে দেওয়া হয়েছে।
আরো পড়ুন : শিশু আয়াত হত্যায় জবানবন্দি দিল আরেক কিশোর