বিশ্বকাপ ফাইনালে দেশমের তুরুপের তাস হতে পারেন বেনজেমা

আন্তর্জাতিক খেলাধুলা প্রচ্ছদ বিনোদন হ্যালোআড্ডা

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খায় ফ্রান্স। চোটের মিছিলে পড়ে ছিটকে যাওয়া তারকাদের লম্বা সারিতে নাম লেখান করিম বেনজেমাও। ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে হারানোর পর ফ্রান্স কোচ দিদিয়ের দেশমকেও দলের আক্রমণভাগ নিয়ে নতুন করে ভাবতে হয়।

তবে চোটে ছিটকে গেলেও তাঁর কোনো বিকল্প খেলোয়াড় আনেনি ফ্রান্স। তাই যেকোনো মুহূর্তে দলে যোগ দেওয়ার সুযোগ আছে বেনজেমার। ইউরোপীয় একাধিক সংবাদমাধ্যম বলছে, ফাইনালে দেশমের তুরুপের তাস হতে পারেন বেনজেমা।

আরো পড়ুন : বিশ্বকাপের ফাইনালে পা রাখলো ফ্রান্স; সেমিফাইনালে ২-০ গোলে হারাল মরক্কোকে

ফ্রান্সের বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চোটে পড়া বেনজেমার সেরে উঠতে তিন সপ্তাহ সময় বেঁধে দিয়েছিলেন চিকিৎসকেরা। এখন সময়মতো ফিরে এসে রিয়াল মাদ্রিদের মাঠে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন বেনজেমা। তবে প্রশ্ন হচ্ছে, বেনজেমাকে আদৌ ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ফাইনালে দেখা যাবে কি না!

গ্রুপ পর্বের ম্যাচের সময় বেনজেমার ফেরা নিয়ে নেতিবাচক উত্তর দিয়েছিলেন দেশম। তখন তিনি বলেছিলেন, ‘এটা এমন কিছু, যা নিয়ে আমি ভাবছি না।’ এরপর ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টস বলেছিল, বিশ্বকাপ শেষ হওয়ার আগে বেনজেমার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। তবে এখন পরিস্থিতি মোড় নিয়েছে ভিন্ন দিকে।

আরো পড়ুন : মেসি নাকি গ্রিজমান পাচ্ছেন সোনার বল!

পরিস্থিতি আরও জটিল হয়েছে সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে জয়ের পর দেশমের মন্তব্যে। বেনজেমাকে ফাইনালে দেখা যাবে কি না, এমন প্রশ্নের উত্তরে দেশম বলেছেন, ‘আমি এই প্রশ্নের উত্তর দিতে চাচ্ছি না। আমি দুঃখিত, পরবর্তী প্রশ্নটা বলুন দয়া করে।’

দেশমের এমন রহস্যময় উত্তর বেনজেমার ফেরা নিয়ে গুঞ্জনে নতুন করে হাওয়া দিয়েছে। অনেকেই বলছেন, আর্জেন্টিনার বিপক্ষে দেশম ব্যবহার করতে পারেন বেনজেমা–ট্রাম্পকার্ড।

আবার কেউ কেউ বলছেন, বেনজেমাকে বেঞ্চে বসিয়েও আর্জেন্টিনার ওপর চাপ তৈরির চেষ্টা করতে পারেন ফ্রান্স কোচ। তবে বেনজেমা ইস্যুতে নতুন কোনো নাটকয়ীতার দেখা মেলে কি না, তা জানতে আরেকটু সময় অপেক্ষা করতে হবে।

ব্ল্যাকমেলিং বিতর্কে সাড়ে পাঁচ বছর জাতীয় দলে ব্রাত্য ছিলেন বেনজেমা। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়টা তাই উপভোগ করতে হয়েছে টিভির সামনে বসে। তবে কাতারে সেই দুঃস্বপ্নকে কবর দিতে চেয়েছিলেন বেনজেমা।

তবে বিশ্বকাপ অভিযান শুরুর আগমুহূর্তে চোটে পড়ে আবার সব এলোমেলো হয়ে যায়। এখন উত্থান–পতনের নাটকীয় ক্যারিয়ারে বিশ্বকাপের শেষ মুহূর্তে এসে বেনজেমা নতুন কোনো চমকের জন্ম দেন কি না, সেটাই দেখার অপেক্ষা।

আরো পড়ুন : স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের দুই নেতাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ বিএনপির

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *