বিশেষ প্রতিবেদক : দীর্ঘ ১৩ বছর পর আজ শুক্রবার প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে পরীক্ষা হয়েছে চার বিষয়ে দুই ঘণ্টায় ১০০ নম্বরের ভিত্তিতে। প্রায় ছয় লাখ (পঞ্চম শ্রেণির ২০ শতাংশ) শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। ফলাফলের ভিত্তিতে এর মধ্য থেকে ৩৩ হাজার জন মেধা বৃত্তি ও ৪৯ হাজার ৫০০ জন সাধারণ বৃত্তি পাবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
এত দিন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার মাধ্যমে বৃত্তি দেওয়া হচ্ছিল। করোনাকাল এবং নতুন শিক্ষাক্রমের আলোকে সরকার প্রাথমিক শিক্ষা সমাপনী থেকে সরে আসে। কিন্তু গত ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় চলতি বছরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।
শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তি ও বিশিষ্ট নাগরিকেরা এই পরীক্ষা না নেওয়ার কথা বলে আসছিলেন। সম্প্রতি এক বিবৃতিতে ২৯ জন বিশিষ্ট নাগরিক বছরের শেষ সময়ে এসে আকস্মিকভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানিয়েছিলেন। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার পক্ষে অনড় অবস্থান নেয়।
আরো পড়ুন : গোমস্তাপুরে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হলো পানিতে পড়ে