বিশ্বের কেউই রাশিয়াকে ক্ষমা করবেনা

আন্তর্জাতিক প্রচ্ছদ মুক্তমত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, আগ্রাসনের জন্য তার দেশ রাশিয়াকে ক্ষমা করবে না।

ইংরেজি নববর্ষ শুরুর আগে শনিবার রাশিয়া ইউক্রেনে বৃষ্টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর প্রতিক্রিয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেন।
প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন,‘নতুন বছরের প্রাক্কালে রাশিয়া কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মানুষের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র….। বিশ্বের কেউই এটার জন্য তোমাদের ক্ষমা করবে না। ইউক্রেন ক্ষমা করবে না।’

এদিকে ইউক্রেনের সেনা কর্মকর্তা নববর্ষের প্রাক্কালে রাশিয়ার হামলাকে ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ এবং নিষ্ঠুর’ বলে মন্তব্য করেছেন। টেলিগ্রামে ইউক্রেনের সেনাবাহিনীর ডেপুটি কমান্ডার ওলেকসান্দার পাভলিউক বলেন, ‘শত্রুর আরও একটি প্রতারণাপূর্ণ এবং নিষ্ঠুর ক্ষেপণাস্ত্র হামলা। দখলদারদের যেন যুদ্ধের কোনো আইন কিংবা নীতি নেই। তারা ভাবছে আমাদের পরাজিত করবে, যুদ্ধের ময়দানে না হলে শহর ধ্বংস করে। কিন্তু অন্যবারের মতো এবারও তারা পরাজিত হবে। কারণ, আমরা অভেদ্য। মাতৃভূমির প্রতিটি ইঞ্চি জমির পুনর্দখল না পাওয়া পর্যন্ত; আমরা রণে ভঙ্গ দিব না।’

আরো পড়ুন : কড়াকড়ির মধ্যেই আতশবাজি আর ফানুস উড়িয়ে বর্ষবরণ

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *