ফিরে দেখা বাংলাদেশ-২০২২, হত্যসহ বিভিন্ন অপরাধের কিছু অংশ

অনুসন্ধানী ওকে নিউজ স্পেশাল প্রচ্ছদ মুক্তমত

বিদায়ি ২০২২ সালে বেশ কয়েকটি হত্যাকাণ্ড বছরজুড়ে আলোচনায় ছিল। এর মধ্যে মতিঝিলে আওয়ামী লীগ নেতা জাহিদ, চিত্রনায়িকা শিমু ও বুয়েট ছাত্র ফারদিন হত্যার ঘটনা বেশ আলোড়ন সৃষ্টি করে। অন্যান্য অপরাধমূলক ঘটনার মধ্যে আদালত চত্বর থেকে দুর্ধর্ষ জঙ্গি ছিনতাইয়ের ঘটনা বেশ আলোড়ন তোলে।

আ. লীগ নেতা জাহিদ ও রিকশাযাত্রী প্রীতি হত্যা : বিদায়ি বছরের ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তরা গুলি করে মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপুকে (৫৪) হত্যা করে।

এ ঘটনায় রিকশাযাত্রী কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতি (১৯) নিহত হন। পুলিশ জানায়, মতিঝিল এলাকার আধিপত্য বিস্তারের জেরে হত্যা করা হয় টিপুকে। মূল পরিকল্পনা ও সমন্বয়কারী শীর্ষ সন্ত্রাসী জিসান দুবাই বসে হত্যার পরিকল্পনা করেন। ঢাকায় পরিকল্পনা বাস্তবায়ন করেন সুমন সিকদার ওরফে মুসা। তিনি পলাতক থাকলেও পরে তাঁকে ওমান থেকে দেশে আনা হয়। এ মামলায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

চিত্রনায়িকা শিমু হত্যা : ১৭ জানুয়ারি সকাল ১০টার দিকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানাধীন হজরতপুর ব্রিজের কাছে আলিয়াপুর এলাকার রাস্তার পাশের একটি ঝোপের ভেতর থেকে রাইমা ইসলাম শিমুর (৪১) বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়। নিহতের স্বামী খন্দকার শাখাওয়াত আলীম নোবেল (৪৮) ও নোবেলের বাল্যবন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদকে (৪৭) গ্রেপ্তারের পর এ ঘটনায় তাঁরা আদালতে হত্যার দায় স্বীকার করেন।

বুয়েট ছাত্র ফারদিনের মৃত্যু : নিখোঁজের অভিযোগ এনে চলতি বছরের ৪ নভেম্বর ফারদিনের (২৪) বাবা কাজী নুর উদ্দিন ঢাকার রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ৭ নভেম্বর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি করে। লাশ উদ্ধারের পর ঘটনার তদন্ত নিয়ে গোলকধাঁধা তৈরি হয়। শেষ পর্যন্ত র‌্যাব ও ডিবি ফারদিনের মৃত্যুর ঘটনা আত্মহত্যা বলে ঘোষণা করে। এরপর ফারদিনের মৃত্যু নিয়ে বিতর্কের অবসান ঘটে।

‘গরিবের ডাক্তার’ বুলবুল খুন : গত ২৭ মার্চ ভোরে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় আলোচিত ‘গরিবের ডাক্তার’ খ্যাত দন্ত চিকিৎসক আহমেদ মাহী বুলবুলকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। বুলবুল ওই রাতে নোয়াখালী যাওয়ার উদ্দেশে মিরপুরের পশ্চিম শেওড়াপাড়ার আনন্দবাজার এলাকা থেকে শেওড়াপাড়া বাসস্ট্যান্ডে যেতে রিকশায় করে রওনা হন। ভোর সাড়ে ৫টার দিকে পশ্চিম কাজীপাড়ায় পৌঁছালে ছিনতাইকারীর কবলে পড়েন তিনি।

নিউ মার্কেটে সংঘর্ষে দুজন নিহত : ইফতারসামগ্রী বিক্রির চেয়ার বসানোর সূত্রধরে গত ১৮ এপ্রিল রাতে নিউ মার্কেটে দুই কর্মচারীর মধ্যে ঝগড়া হয়। এক কর্মচারী ঢাকা কলেজের ছাত্রদের বিষয়টি জানালে ১৯ এপ্রিল বিকেলে এ নিয়ে ছাত্র ও ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলে। সংঘর্ষে দুই দোকান কর্মচারীর মৃত্যু হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা কলেজের পাঁচ ছাত্রকে গ্রেপ্তার করে ডিবি।

নিখোঁজ ৩৪ জন জঙ্গি গ্রেপ্তার : ২৩ আগস্ট কুমিল্লা সদর থেকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে আট তরুণ নিখোঁজ হয়। পরে সম্মিলিত তদন্তে নিখোঁজের সংখ্যা শতাধিক বলে বেরিয়ে আসে। এর মধ্যে ৫৫ জনকে শনাক্ত করা হয়। তারা ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’ নামের একটি নতুন জঙ্গি সংগঠনের হয়ে কাজ করছিল।

আদালত থেকে দুই জঙ্গি ছিনতাই : ২০ নভেম্বর দুপুর ১২টার দিকে ঢাকার সিএমএম আদালত থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি মো. মইনুল হাসান শামীম ওরফে সিফাত ওরফে সামির ওরফে ইমরান (২৪) ও আবু সিদ্দিক সোহেল ওরফে শাকিব ওরফে সাজিদ ওরফে শাহাবকে (৩৩) নেন তাঁদের সহযোগীরা। তাঁরা ২০১৫ সালের ৩১ অক্টোবর ঢাকার শাহবাগ আজিজ সুপারমার্কেটের দ্বিতীয় তলার জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলায় সাজাপ্রাপ্ত। তাঁদের ধরিয়ে দিতে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ সদর দপ্তর।

কিশোর গ্যাংয়ের তাণ্ডব : ২২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে রাজধানীর পল্লবীর পেঁয়াজপট্টিতে শত শত মানুষের সামনে নৃশংসভাবে হকিস্টিক, লোহার রড, ছুরি দিয়ে হত্যা করা হয় জাহিদ হাসান (২৫) নামের এক তরুণকে। ঘটনাটি সামাাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার চার দিন পর র‌্যাব চারজনকে গ্রেপ্তার করে।

পিকআপ চাপায় পাঁচ সহোদরের মৃত্যু : ৮ ফেব্রুয়ারি ভোরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষে ৯ ভাই-বোন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে স্থানীয় বাজারের কাছে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় কক্সবাজারের দিকে যাওয়া একটি বেপরোয়া গতির এক টনের পিকআপ ভ্যান তাঁদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান সহোদর চার ভাই অনুপম চন্দ্র সুশীল, নিরুপম চন্দ্র সুশীল, দীপক চন্দ্র সুশীল ও চম্পক চন্দ্র সুশীল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সহোদর আরেক ভাই স্বরণ চন্দ্র সুশীল। গুরুতর আহত হন আরেক ভাই রক্তিম চন্দ্র সুশীল ও বোন হীরা চন্দ্র সুশীল। এ ঘটনায় চালক শহীদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

বনজ কুমারের মামলায় কারাগারে বাবুল আক্তার : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধান বনজ কুমার মজুমদারের করা ডিজিটাল নিরাপত্তা আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় পুলিশ।

ডা. সাবরিনা-আরিফের কারাদণ্ড : গত ১৯ জুলাই করোনাভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী এবং প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের ১১ বছর করে কারাদণ্ড দেন আদালত।

এ ছাড়া বিএনপির নেতা হারিছ চৌধুরীর মৃত্যু, নিখোঁজ ৩৪ জঙ্গি গ্রেপ্তার, অনলাইন জুয়ার মাধ্যমে কোটি কোটি টাকা পাচার, জি কে শামীম ও তাঁর সহযোগীদের কারাদণ্ড-এসব ঘটনা আলোচিত হয়।

আরো পড়ুন : নতুন বছরেই নিজ দেশে ফিরে যেতে চান রোহিঙ্গারা

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *