নেপালে বিমান দুর্ঘটনায় মরদেহ শনাক্তের কাজ শুরু 

আন্তর্জাতিক জনদুর্ভোগ প্রচ্ছদ ভ্রমণ

নেপালের পোখারায় বিমান দুর্ঘটনায় নিহত ৬৮ জনের মরদেহ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। আপাতত উদ্ধারকাজ বন্ধ। নিখোঁজ বাকি চার জনের সন্ধানে সোমবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু হবে।

জানা গেছে ইয়েতি এয়ারলাইন্সের বিমানটিতে ক্রু সদস্যসহ মোট ৭২ জন যাত্রী ছিলেন।
কর্তৃপক্ষ রবিবার দিবাগত রাতে জানিয়েছে, এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার হওয়া মৃতদেহগুলো শনাক্ত করার কাজ।

নেপাল পুলিশের মুখপাত্র টেক প্রসাদ রাই বলেরছেন, ‘দেহগুলো শনাক্তের কাজ শুরু হয়েছে।’

রবিবার সন্ধ্যার দিকে আর নতুন কোনো মরদেহ উদ্ধার করা যায়নি। সোমবার আবারও উদ্ধার অভিযান শুরু হবে।

নেপালের সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের দেওয়া তথ্য বলছে, বিমানটিতে পাঁচ ভারতীয়, চার রাশিয়ান, দুই কোরিয়ান, এক আইরিশ, এক অস্ট্রেলিয়ান, এক আর্জেন্টাইন ও এক ফরাসি পর্যটক ছিলেন। আর বাকি ৫৩ যাত্রী ও চার ক্রু সদস্যের সবাই নেপালি।

ইয়েতি এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, সব মরদেহ এখন পোখারায় আছে। শনাক্তের পর প্রক্রিয়া মেনে তারা সব মরদেহ তাদের স্বজনদের কাছে পৌঁছে দেবে।

সূত্র: আল জাজিরা

আরো পড়ুন : তিন দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নেপালে সোমবার জাতীয় শোক

Share The News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *